শুক্রবার ● ৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ফুলবাড়িয়ায় ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো শিক্ষার্থীর লাশ উদ্ধার : আটক-৩
ফুলবাড়িয়ায় ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো শিক্ষার্থীর লাশ উদ্ধার : আটক-৩
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলবাড়ীয়ার উজলহাটি গ্রামের মসজিদ থেকে দুইশ’ গজ দূরে ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো মাদ্রাসা শিক্ষার্থী সোহানূর রহমান সোহান (১৭)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। নিহত সোহান ফুলবাড়ীয়ার উজলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
আজ শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে উজলহাটি গ্রামের মসজিদ থেকে দুইশ’ গজ দূরে ধান ক্ষেতে পড়ে থাকা কাঁদা মাখানো মরদেহ
উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় হাবিবুর রহমান, শফিকুল ইসলাম ও বিল্লাল হোসেন নামের তিনজনকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সোহানুর রহমান ময়মনসিংহ কাঁচারীঘাট হাফেজিয়া মাদ্রাার শিক্ষার্থী। দুই দিন আগে সোহান বাড়িতে আসে। গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০ টার দিকে মসজিদের টাইলস নামানোর কাজ করে সে। এরপর সোহানসহ ৪ জনকে মসজিদে আর পাওয়া যায়নি বলে জানান এলাকাবাসী। শুক্রবার (৮ মার্চ) সকালে মসজিদ থেকে ২’শ গজ দূরে ধান ক্ষেতে সোহানের লাশ দেখতে পায় এলাকাবাসী।এসময় মরদেহে কাঁদা মাখানো ছিল।
পরে পুলিশকে খবর পাঠানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা অন্যত্র হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে।তবে হত্যাকান্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কবিরুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে বলে আরো জানান তিনি।