শনিবার ● ৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » রাউজানে বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকায় ৩ কেজি
রাউজানে বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকায় ৩ কেজি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান ফটিকছড়ির উপর দিয়ে প্রবাহিত সর্তা খালের পানিতে খালের দুই পাড়ে ব্যাপক হারে সবজি চাষ হয়। হরেক রকম সবজির মধ্যে অন্যতম একটি হচ্ছে দেশীও বেগুন। এখানে যেই জাতে বেগুন উৎপাদন হয় সেই জাতটির স্থানীয়দের কাছে পরিচয় হচ্ছে রাউজানের ডাবুয়ার বায়ুন হিসাবে। শীতের শুরু যখন বেগুনটি বাজারে আসে তখন কেজি প্রতি দাম থাকে এক’শ থেকে একশ বিশ টাকা পর্যন্ত। এলাকার মানুষের আগ্রহের বিবেচনায় সবজি চাষীরা প্রতিবছর এই শ্রেণির বেগুন চাষে বেশি আগ্রহী থাকে। এবছরও চাষিরা খালের দুই পাড়ে শত শত একর জমিতে বেগুনের চাষ করেছে। ফলন ভাল হওয়ায় এবার সর্বশেষ পর্যায়ে এসে তারা ১০ টাকায় তিন কেজি বেগুন বিক্রি করতে হচ্ছে। এখানকার কৃষিজীবিরা বলেছেন বাপ দাদার দেখানো পথে তারা সবজি চাষে আছেন। সবজি ফলাতে গিয়ে নিজেদের হাঁড় ভাঙ্গা পরিশ্রম করার পাশাপাশি ক্ষেতের কাজে কামলা নিয়োগ করতে হচ্ছে। এই অবস্থার মধ্যে পড়ে প্রতিজন কামলাকে দৈনিক ছয় থেকে সাত শত টাকা পর্যন্ত বেতন দিতে হচ্ছে। এছাড়া সার,বীজসহ রোগ বলাইয়ের ঔষধ দিতে গিয়ে বহু টাকা খরচ করতে হচ্ছে। সেই হিসাব করলে সবজি ক্ষেতে তেমন লাভ হয় না। মৌসুমের প্রথম পর্যায়ে ফলন পাওয়া গেলেই লোকসান কিছুটা কেটে উঠা সম্ভব হয়। স্থানীয় সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাভাপতি মাওলানা দিদারুল আলম বলেন কৃষিজীবিরা তাদের উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করতে না পারার কারণে অনেক সবজি পথেঘাটে নষ্ট হয়। অনেক চাষী তাদের সবজি নিয়ে আসা যাওয়া করতে হয় সর্তার খালের পানি সাঁতরিয়ে। খালের উপর হচ্ছারঘাট একটি ব্রিজ করার উদ্যোগ নিয়েছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। ব্রিজটি নির্মিত হলে সবজি চাষীরা লোকসান থেকে মুক্তি পেয়ে লাভের মুখ দেখবে। স্থানীয় কৃষিজীবিদের মধ্যে নুর মুহাম্মদ, ইউপি সদস্য নঈম উদ্দিন, হাছান মুরাদ রাজু, আক্তার হোসেন, রনি, হারুন,সেলিম,শাহাবউদ্দীন একই অভিমত ব্যক্ত করে বলেন হচ্ছারঘাট এলাকায় ব্রিজটি নির্মাণ করা হলে সর্তার পানিতে খালের দুপাড়ে উৎপাদিত মৌসুমী সবজি দ্রুত বাজারজাত করা যাবে। মানুষ পাবে টাটকা কিটনাশকমুক্ত সবজি। এই এলাকার সবজি স্থানীয় ভাবে চাহিদা পুরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দেয়া যাবে।
রাউজানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহী ট্রাক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলায় পাহাড়তলী বাজারে পূশ্চিম পাশে কালোপুল নামক স্থানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে আজ শনিবার বেলা ২ টার দিকে চট্টগ্রাম শহর থেকে অাসা একটি মুরগির খাদ্যের মালবাহী গাড়ি উল্টে রাস্তার কিনারে পরে যায়।
বাজারে একজন ব্যবসায়ী জানান, দূর থেকে অামি দেখলাম একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে দূর থেকে বুঝা যাচ্ছে এটি একটি মালবাহী গাড়ী। অামার দোকানে ঘটনার সময় অতিরিক্ত ব্যাস্ততার
কারণে ঘটনাস্থলে যেতে পারিনাই। তিঁনি অারোও বলেন, মুরগির খাদ্যের বোঝাই মালবাহী একটি পিক-আপ গাড়ি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানাগেছে।
সরজমিনে গিয়ে দেখাযায়, এই ঘটনায় কাপ্তাই সড়কে অনেক গুলো মুরগীর খাদ্য পড়ে অাছে।
ট্রাক উল্টে কেউ আহত বা নিহত হয়েছে কিনা চুয়েটে পুলিশ ফাঁড়িতে মুঠোফোনে যোগাযোগ করা হলে এবিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া য়ায়নি। স্থানীয়দের সূত্র মতে, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি তবে মালামালালের কিছু ক্ষতি হয়েছে।