শনিবার ● ৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেফতার
ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ব্যাকমেইল করার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে।
আজ শনিবার ৯ মার্চ বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আগে শুক্রবার ৮ মার্চ রাতে নগরীর বাঘমারা মোড় থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ওই যুবক shoriful Alom নামে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে। পরে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস শেষ পর্বের এক ছাত্রীর ম্যাসেঞ্জারে কিছু অশ¬ীল ছবি পোস্ট করে।
পরে এ ঘটনায় গত ৯ জানুয়ারি ওই ছাত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর তাকে বিরক্ত করা থেকে কিছুদিন বিরত থাকে। গত ৭ মার্চ আবার সেই আইডি থেকে ওই ছাত্রীর মেসেঞ্জারে একটি নগ্ন ছবি পোস্ট করে তার কাছে পাঁচ হাজার টাকা চাদা দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাঘমারা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি।
ভালুকায় দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও রোডে ডিজিটাল পাওয়ার নামে ব্যাটারী দোকানের তালা ভেঙ্গে ১৫/১৬জনের ডাকাতদল দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ওই সড়কে ভালুকা বাজার সমিতির পাহাড়াদার আনোয়ার হোসেন আনু (৬০) কে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
গতকাল শুক্রবার (০৮ মার্চ) দিনগত রাত ৩ টার দিকে ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও রোডে ডিজিটাল পাওয়ার নামে ব্যাটারী দোকানের তালা ভেঙ্গে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩ টার দিকে ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও রোডে ডিজিটাল পাওয়ার নামে ব্যাটারী দোকানের তালা ভেঙ্গে ১৫/১৬ জনের ডাকাতদল দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাবার সময় ওই সড়কে ভালুকা বাজার সমিতির পাহাড়াদার আনোয়ার হোসেন আনুকে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
সেইসাথে একই সময় ভালুকার মেজরভিটা এলাকারার পাহাড়াদার হাফিজ মল্লিক (৫০)কে ডাকাতরা মারধোর করে ট্রাকে উঠিয়ে নিয়ে ভালুকা থানার দক্ষিনে ঢাকা-ময়মনসিংহ সড়কের বাগড়া সিনএজি পাম্পের পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহত পাহাড়াদারদের দেখতে যান। এ সময় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান ও সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দোকান মালিক আবদুল্লা আল নোমান চয়েজ জানান,তার দোকানে ১০/১২ জনের একটি ডাকাতদল দোকান কর্মচারী মানিকের গলায় দা,ধরে দোকান হতে আইপি এসের ব্যাটারী ও অন্যান্য মালামাল সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর তিনি রাত ৩ টা ৪৭ মিনিটে খবর পেয়ে বাসা থেকে দোকানে এসে পরিস্থিতি জানতে পারেন। এসময় আশপাশের লোকজন টেরপেয়ে থানায় ফোন করলে ঘটনাস্থলে কয়েকজন পুলিশ আসেন। সকাল হতেই ওই দোকানের সামনে উৎসুক জনতা ভীড় জমায়।
ভালুকা বাজার সমিতির সভাপতি মোখলেছুর রহমান জানান সমিতি কর্তৃক নিয়োজিত দুই পাহাড়াদারকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি তাদেরকে হাসপাতালে দেখতে যান ও চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায়এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান মালিক জানান এ ব্যাপারে অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, এ ব্যাপারে অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহন করা হবে।