শনিবার ● ৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর বিএনপি নেতার স্মরণে আলোচনা সভা
চাটমোহর বিএনপি নেতার স্মরণে আলোচনা সভা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: সদ্য প্রায়াত চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলির স্মরনে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেএম আনোয়ারুল ইসলামের বাসভবনে এ স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আলি, ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সভাপতি জিয়াউল হক সিন্টু প্রমূখ।
উক্ত স্মরণ সভার শেষে দোয়া পরিচালনা করেন, পাঠানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. ইমান আলি।
উল্লেখ্য- ১ মার্চ শুক্রবার সকাল ৯টায় বিএনপি নেতা শাহজাহান আলি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে বিএনপির নেতা কর্মী সহ সকল দলের ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চাটমোহর রেলবাজারে স্বাধীণতা দিবস ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারে স্বাধীণতা দিবস উপলক্ষে ভলিবল টুর্ণামেণ্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নবদিগন্ত সেবা বহুমূখী সমবায় সমিতি লি: এর উদ্যোগে অমৃতকুন্ডা হাটের মাঠে টুর্নামেন্টটি শুরু হয়েছে।
উক্ত ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নবদিগন্ত সমবায় সমিতির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলবাজার বণিক সমিতির সভাপতি মোঃ লিখন বিশ^াস, সাবেক বণিক সমিতির সভাপতি মহরম হোসেন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সরকার, আব্দুল আজিজ, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোখছেদ আলি, আওয়ামীলীগ নেতা সদর উদ্দিন প্রমূখ।
ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন, বিশিষ্ট ক্রীড়ামোদী ব্যক্তিত্ব আবুল হোসেন মহুরী। খেলায় চড়ইকোল ভলিবল একাদশ হরিপুর একাদশকে ৮০-৬২ পয়েন্টে পরাজিত করে।