রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিণাকুন্ডু থেকে হত্যা, অপহরণ, বিস্ফোরক মামলায় দুই আসামী অস্ত্রসহ গ্রেফতার
হরিণাকুন্ডু থেকে হত্যা, অপহরণ, বিস্ফোরক মামলায় দুই আসামী অস্ত্রসহ গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর এলাকায় অভিযান চালিয়ে আসলাম ও জহর মন্ডল নামে হত্যা মামলার দুই আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। এরা হরিণাকুন্ডু থানা বিএনপির সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন হত্যা মামলার চার্জসীট ভুক্ত আসামী বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃত আসলাম দখলপুর গ্রামের আব্দুল বারেক ও জহর মন্ডল পারদখরপুর গ্রামের নছিম মন্ডলের ছেলে। ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে শনিবার মধ্যরাতে দখলপুর গ্রামে অভিযান পরিচালিত হয়।
এ সময় মোঃ আঃ সালাম (৩৭) ও মোঃ জহর আলী মন্ডল (৪২) কে র্যাব ১টি রিভলবার, ১ টি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এদের দুইজনের বিরুদ্ধে ৩টি করে হত্যা, অপহরণ ও বিস্ফোরক মামলা থাকার কথা স্বীকার করেছে। উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবর মাসে দখলপুর বাজারে বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করা হয়।