সোমবার ● ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান
রাঙামাটি প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক দলের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সোমবার ১১মার্চ বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংষ্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা বিভাগের এই কর্মকান্ডকে আরো বেগবান করতে সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের জন্য পরিষদ হতে ২লক্ষ ৫০হাজার টাকা প্রদানের ঘোষনা দেন।
প্রাথমিক শিক্ষা বিভাগ হতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক দল গঠন করা হবে বলে অনুষ্ঠানে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
পরে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।