সোমবার ● ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গফরগাঁওয়ে ট্রাক্টর-অটোরিক্সা সংঘর্ষে ব্যবসায়ী নিহত
গফরগাঁওয়ে ট্রাক্টর-অটোরিক্সা সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ময়মনসিংহ অফিস :: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টর আর ইঞ্জিনচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী আর ঈশ্বরগঞ্জে যাত্রীদের মালামাল বাসের নিচে থাকা বক্সে তোলার সময় বাসচাপায় ওই বাসেরই হেলপার নিহত হয়েছে।
সোমবার ১১ মার্চ দুপুর দুইটার দিকে গফরগাঁও উপজেলার পাকাটি-বখুড়া সড়কের পাকাটি স’মিল মোড় এলাকায় ট্রাক্টর আর ইঞ্জিনচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ওই মনিহারী ব্যবসায়ী নিহতের সময় অটোরিক্সার ড্রাইভার ও ৫ বছর বয়সী এক শিশু আহত হয় আর সোমবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর সদরের শিমুলতলি নামক স্থানে যাত্রীদের মালামাল বাসের নিচে থাকা বক্সে তোলার সময় ওই বাসেরই হেলপার নিহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গফরগাঁও থেকে ছেড়ে আসা বখুড়া বাজারগামী একটি ইঞ্জিনচালিত একটি অটোরিক্সা স’মিলের মোড় পার হতেই বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় অট্রোরিক্সার যাত্রী বখুরা বাজারের মনিহারী ব্যবসায়ী মুকবুল হোসেন (৪৫)।এ ঘটনায় গুরুতর আহত অটো রিকশা চালক সজিব (১৮) ও নিহত মুকবুল হোসেনের নাতি তানিয়াকে (৫ ) আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।পরে এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে আটক করলেও ট্রাক্টর চালক বাপ্পী (২০) পালিয়ে গেছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে।
অপরদিকে ঈশ্বরগঞ্জে যাত্রীদের মালামাল বাসের নিচে থাকা বক্সে তোলার সময় বাসচাপায় ওই বাসেরই হেলপার মোসলেম উদ্দিন (২৮) নিহত হয়েছে। নিহত মোসলেম উদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জের উচাখিলা বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী হাবিব পরিবহনের একটি বাস প্রতিদিনের মতো সোমবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে ঈশ্বরগঞ্জ পৌর সদরের শিমুলতলি নামক স্থানে কয়েকজন যাত্রী ওঠাতে থামে বাসটি। এ সময় হেলপার মোসলেম যাত্রীদের মালামাল বাসের নিচে থাকা বক্সে তোলার সময় চালক দ্রুত গাড়িটি ছেড়ে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোসলেম উদ্দিন।
এ রির্পোট লিখা পর্যন্ত থানায় কোনো মামলা করতে যায়নি বলে জানান নিহতের স্বজনরা।