বুধবার ● ১৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুলবাড়ীয়ায় বিনা ভোটে আ’লীগের চেয়ারম্যান : জাসদ প্রার্থী বহিস্কার
ফুলবাড়ীয়ায় বিনা ভোটে আ’লীগের চেয়ারম্যান : জাসদ প্রার্থী বহিস্কার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ মো. আব্দুল মালেক সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। আর অনৈতিক সুবিধা নিয়ে গোপনে প্রার্থীতা প্রত্যাহার করার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)’র ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,চতুর্থ ধাপের ৩১ মার্চের এ নির্বাচনে ফুলবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রার্থীর মধ্যে জাসদ থেকে আব্দুর রহমান ও জাকের পার্টির আশিকুর রহমান নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা ভোটে চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল মালেক সরকার।
বুধবার ১৩ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বিকাল ৫টার মধ্যে জাসদ প্রার্থী আব্দুর রহমান ও জাকের পার্টীর আশিকুর রহমান নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টারিং অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল।
এদিকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)’র ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান উপজেলা চেয়ারম্যান পদে জাসদ মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার পর জনৈক প্রার্থীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে গোপনে প্রার্থীতা প্রত্যাহার করার অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার ১৩ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)’র ফুলবাড়ীয়া উপজেলা শাখার কার্যালয়ে এক সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়।
ফুলবাড়ীয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে আরো বলা হয়, দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে শরীয়তুল্ল্যাহ মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য,নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে সারাদেশের ১৬ জেলার ১২২ উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এই ধাপের ময়মনসিংহের বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৪ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিলো ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।