বুধবার ● ১৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
গাইবান্ধায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি :: কৃষি কৃষক ক্ষেতমজুর বাঁচাও দেশ বাঁচাও উপলক্ষে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১৩ মার্চ বুধবার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সভাপতি গোলাম সাদেক লেবু, সংগঠক গোলাম রব্বানী, কৃষক সমিতির জেলা নেতা সুভাশ শাহ রায়, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি মশিউর রহমান মইশাল প্রমুখ।
বক্তারা ধান, আলুসহ কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত, সরকারি উদ্যোগে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপন্য ক্রয়, সরকারি উদ্যোগে পর্যাপ্ত কোল্ড ষ্টোরেজ নির্মাণ, ক্ষেতমজুরদের সারা বছর কাজ, ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালুর দাবি জানান। এছাড়া খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণ, পুলিশী হয়রানী, জুলুম, নিপীড়ন, মিথ্যা মামলায় গ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য বন্ধ, কৃষকের মাঝে সাটিফিকেট মামলা প্রত্যাহার, নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ষড়যন্ত্র বন্ধের দাবিসহ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান।