বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রীজ না হওয়ায় চরম দুর্ভোগে ১০ হাজার মানুষ
ব্রীজ না হওয়ায় চরম দুর্ভোগে ১০ হাজার মানুষ
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের কালির বাজার এলাকায় মানস নদীর উপর একযুগ ধরে ব্রীজ নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের অন্তত ১০ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, ১২ বছর আগে নিজেরাই প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যরে বিকল্প বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত শুরু করেন। ফলে দুই পাড়ের মানুষের মধ্যে এক বন্ধন সৃষ্টি হয়। ফলে দুই পাড়ের ছেলে-মেয়েরা এই বাঁশের সাঁকোর উপর দিয়ে স্কুলে যাতায়াত করছে। এমন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে সন্তানদের চলাচলে নানা উৎকন্ঠায় রয়েছেন অভিভাবকরা। এলাকাবাসী অভিযোগ, গত ১ যুগ ধরে জনপ্রতিনিধিরা সাঁকো মেরামতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত সাঁকোটি নির্মানে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি। ফলে আমাদের স্বপ্ন অধরা রয়ে গেছে।
স্থানীয়রা বলেন, প্রতিবারই নিজেদের উদ্যোগেই বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকোটি মেরামত ও নতুন করে তৈরি করতে হচ্ছে। কবে ব্রীজ হবে, তাও জানেন না কেউ। এলাকার প্রায় ১০ হাজার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকার আরও প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ এবং কয়েক হাজার যানবাহান এ সাঁকোটি দিয়ে যাতায়াত করে। এরপরও ওই স্থানটিতে কোন ব্রীজ নির্মাণ করা হয়নি। ফলে মানুষের দুর্ভোগ রয়েই গেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ১ যুগ ধরে এ ইউনিয়নের ১০ হাজার মানুষ একটি ব্রীজের অভাবে দুর্ভোগে আছেন। এ নিয়ে আমরা বহুবার আন্দোলন ও মানবন্ধন পর্যন্ত করেছি কিন্তু এখন পর্যন্ত সেখানে কোন ব্রীজ নির্মাণ হয়নি।
এ বিষয়ে গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সমাধানের লক্ষ্যে পিপিআই কমিটির আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে ১৪ মার্চ হস্পতিবার কৃষকদের বিভিন্ন ইস্যু- গুনগতমান সম্পন্ন সবজি বীজ ও উপকরণের সহজলভ্যতা, কৃষক কর্তৃক সবজির ন্যার্য মূল্য প্রাপ্তি, সহজ শর্তে কৃষকবান্ধব ঋণ পাওয়ার বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের উপায় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিপিআই কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. শওকত ওসমান। আলোচনা সভায় কৃষদের মূল টিইস্যু গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ সহজলভ্যকরণ ও সহজশর্তে কৃষকবান্ধব ঋণ পাওয়া নিশ্চিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক, পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তবা আলী, সাদুল্যাপুর উপজেলা কৃষি কর্মকতা খাজানুর রহমান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা আল আমীন, পিপিআই কমিটির সদস্য ও প্রাইভেট সেক্টরের মালিক, সীড কোম্পানী প্রতিনিধি কৃষিবিদ কাইয়ুম প্রধান, জেলা সমন্বয়কারী মঞ্জুরুল হক, এসকেএস প্রতিনিধি মো. মুশফিকুর রহমান ও গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি মাহফুজা খাতুন প্রমুখ।