বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহের ১১ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্ধ : বিনা ভোটে আ’লীগের তিন চেয়ারম্যান
ময়মনসিংহের ১১ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্ধ : বিনা ভোটে আ’লীগের তিন চেয়ারম্যান
ময়মনসিংহ অফিস :: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ১২ উপজেলার মধ্যে ১১ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার ১৪ মার্চ সংশ্লিষ্ট এলাকার ১১ উপজেলার দুই রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। তবে গফরগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় কোনো প্রতীক বরাদ্দ হয়নি।
প্রতীক বরাদ্দ করা উপজেলাগুলো হচ্ছে ময়মনসিংহ সদর, ধোবাউড়া, হালূয়াঘাট, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ভালুকা ও ত্রিশাল।
এদিকে এসব উপজেলার মধ্যে ময়মনসিংহ সদরে আওয়ামী লীগ মনোনীত আশরাফ হোসাইন, ফুলবাড়িয়া থেকে আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুল মালেক সরকার, হালুয়াঘাটের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
১১ উপজেলায় সর্বমোট চেয়ারম্যান পদে ৩৪, ভাইস চেয়ারম্যান পদে ৭৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন প্রতীক বরাদ্দ পান। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এদিকে ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা হলেন সদরে আশরাফ হোসাইন, ফুলবাড়িয়ায় আবদুল মালেক সরকার ও গফরগাঁওয়ে আশরাফ উদ্দিন বাদল। আশরাফ উদ্দিন বাদল এর আগেও গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ বিকেল ৫ টার মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন বলে নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শারমিন সুলতানা, ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল ও গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুন্নাহার ভূইয়া।