শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশ্বনাথে ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশ্বনাথ প্রতিনিধি :: আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে উদযাপন করা হয়েছে দেশ শ্রেষ্ট কাগজ দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শুক্রবার বিকেল তিনটায় উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিদিন’র বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। গণমাধ্যমকে নিয়ে আসতে হবে মানুষের আস্থার জায়গায়। সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালা মেনে প্রকাশিত হয় বলেই বাংলাদেশ প্রতিদিন আজ জনপ্রিয়তার র্শীষে। ‘বাংলাদেশ প্রতিদিন’র সংবাদ শিরোনাম, লেখনির স্টাইল ও স্বকীয়তার কারণে পাঠক প্রিয়। আমরা দেখেছি বাংলাদেশ প্রতিদিন সত্য লিখতে কখনও থেমে যায়নি। তারা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য সংবাদ প্রচারে এগিয়ে আছে। বাংলাদেশ প্রতিদিন তুলে আনছে দেশের সাধারণ জনমানুষের দুঃখগাথা, হাসি-কান্না। রুখে দাড়াচ্ছে সকল-অন্যায় অবিচার বিরুদ্ধে। বাংলাদেশ প্রতিদিন’র যে পাঠক চাহিদা তা এখনো আছে-থাকবে।
তরুণ ধারাভাষ্যকার দিলশাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সফল কৃষি উদ্যোক্তা বেলাল আহমদ ইমরান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সদস্য কামরুল আশিকী, মাশুক নাঈম, যুক্তরাজ্য প্রবাসী আবদুল আলী উরফে ইরশাদ আলী, বাতিঘর’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সদস্য মো. নুরুল হক, তরুণ কবি মাছুম আহমদ, সফল মৎস্য চাষী মধু মিয়া, কৃষক জাবের হোসেন, কৃষক পারভেজ আহমদ, শাহজির গাও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন আরশ আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রদল নেতা শিপন বেগ, লার্নিং পয়েন্টের শিক্ষিকা ও বন্ধু প্রতিদিন সদস্য শেখ রোজি, আল-ফালাহ একাডেমীর শিক্ষিকা ও বন্ধু প্রতিদিন সদস্য দ্বিপা তালুকদার, নারী উদ্যোক্তা লাজি আক্তার মীম, ব্যবসায়ী নুরুল ইসলাম সুমন, এসসি কলেজ শিক্ষার্থী কামরুল ইসলাম বেগ, লুৎফুর রহমান মাছুম, জাহেদ তালুকদার, মোজাহিদ হোসেন ও বদরুল ইসলাম প্রমুখ।