শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে থানার ওসি’কে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
আলীকদমে থানার ওসি’কে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ;: বান্দরবানের আলীকদমের অবাদ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন ও আলীকদম থানার ওসি রফিক উল্লাকে দ্রুত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম। আজ শুক্রবার বেলা ১১ টায় বান্দরবানের আলীকদম উপজেলার প্রেসক্লাব ভবনে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম।
বক্তব্যে তিনি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠ-অবাধ ও নিরপেক্ষ ভোট কার্যক্রম সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক উল্লাহ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিনের পক্ষে কাজ করছে। তিনি আরো বলেন, বর্তমানে উপজেলা নির্বাচন সময়ে দেশে একটি সুষ্ঠ পরিবেশ বিরাজ করলে ও আলীকদম থানার ওসি মো. রফিকউল্লাহ আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী জামাল উদ্দিনের পক্ষে বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করছেন এবং সতন্ত্র প্রার্থীর সমর্থকদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য উৎসায়িত করছেন।
এসব ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক উল্লাহকে দ্রুত প্রত্যাহার করে আলীকদমে একটি সুষ্ঠ ভোট কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেবার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক রাহুল বড়ুয়া ছোটনসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,বান্দরবানের আলীকদমে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম পর পর দুই বার আলীকদম উপজেলা চেয়ারম্যান ও একবার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
বান্দরবানের আলীকদমে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জামাল উদ্দীনের সংবাদ সম্মেলন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমের উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম এর সংবাদ সম্মেলনের পর বেলা ২ ঘটিকায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জামাল উদ্দীনের সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বিকালে বান্দরবানের আলীকদম উপজেলার আওয়ামীলীগের নিবার্চনী অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজনে করে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জামাল উদ্দীন।
এসময় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ সতন্ত্র প্রার্থী অহেতুক মিথ্যা প্রচারণা ও অভিযোগ করে আসছে। তিনি একজন গুনী লেখক। তিনি আলীকদম থানায় যোগদানের পর থেকে অত্র থানায় দিন দিন এরাকার আইন শৃঙ্খলার প্রভুত উন্নতি সাধিত হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে আলীকদমের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জামাল উদ্দীন, জেলা আওয়ামীগের যুব ও ক্রীড়া সম্পাদক চৌধুরী প্রকাশ বড়–য়া, জেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের নেতা নাছির উদ্দিন, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক রাহুল বড়ুয়া ছোটনসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।