শনিবার ● ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন
গাইবান্ধায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন
গাইবান্ধা প্রতিনিধি :: ‘কোন জাল ফেলবো না জাটকা ইলিশ ধরবো না’ এই শ্লোগানে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আজ শনিবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফায়েল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জি, মৎস্যজীবি কিন্তুরাম দাস ও শাহিন মিয়া প্রমুখ।
হাইকোর্টের আদেশে শেষ মুহুর্তে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত
গাইবান্ধা :: নির্বাচনের মাত্র তিনদিন আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। উচ্চ আদালত নাজমুল ইসলাম নামে এক চেয়ারম্যান প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী তালিকায় অন্তর্ভুক্ত ও প্রতীক বরাদ্দের আদেশ দেয়ায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এব্যাপারে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে নাজমুল ইসলাম নামে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত নাজমুল ইসলামকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তালিকায় অর্ন্তভুক্ত করাসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন। তিনি আরও জানান, হাইকোর্টের আদেশে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য গোবিন্দগঞ্জ উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ছিলেন। তারা হলো- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান (নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (ঘোড়া), স্বতন্ত্র জাহিদ চৌধুরী (আনারস), স্বতন্ত্র ফেরদাউস আলম রাজু (দোয়াত কলম) ও স্বতন্ত্র ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল্ল¬া (হাতুড়ি)। এদিকে নাজমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ছিলেন। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।