সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » লংগদুতে মুক্তিযুদ্ধা ফরিদ খাঁনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
লংগদুতে মুক্তিযুদ্ধা ফরিদ খাঁনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
আব্দুল আজিজ,লংগদু প্রতিনিধি :: রাঙামাটি জেলার লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযুদ্ধা মরহুম ফরিদ খাঁনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খানী,মিলাদ ও এতিমদের গনভোজের আয়োজন করা হয়। গনভোজে ওলামায়ে কেরাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,গত ২০১৫ সালের জাতীয় নির্বাচনের আগের দিন খাগড়াছড়িতে চিকিৎসারত অবস্থায় হার্ড এ্যাটাক করে মৃত্যুবরন করেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক বীর মুক্তিযুদ্ধা ও ভাসান্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী ও সফল সভাপতি ফরিদ খাঁন।এর পর থেকে বিজয়ের আনন্দের পরিবর্তে বছরের এই দিনটিতে মৃত্যু বার্ষিকী পালন করে আসছে ফরিদ খাঁনের পরিবার।এ উপলক্ষ্যে ৭,৮ ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত স্বরণ সভায় বক্তারা বলেন,তিনি ছিলেন একজন নিখাত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল একজন রাজনীতিবীদ। তিনি ছিলেন আওয়ামী লীগের আপনজন। যে কোন কঠিন সময়ে তার বিচক্ষণতা ও দূরদর্শীতা নেতা কর্মীদের অনুপ্রাণিত করে ছিল।বক্তারা বলেন কোন লোভ লালসায় বশীভূত হয়ে নয়,নিঃস্বার্থ ভাবে তিনি রাজনীতি করে গেছেন।
সংগঠনের উপর যখনি কোন আঘাত এসেছে তখনি বীর মুক্তিযুদ্ধা ফরিদ খান বিশ্বস্থতার সাথে কান্ডারীর ভূমিকা পালন করেছেন।তার আদর্শ ও নীতি সব সময়ই ভাসান্যাদম আওয়ামী লীগের রাজনীতিকে উজ্জীবিত করেছিলো,তার শূণ্যতা পূরণ হবার নয়। স্বরণ সভায় উপন্থি ছিলেন,উপজেলাা যুবলীগ নেতা রহমত আলী (রানা),মেহেদী হাসান হান্নান, উদিয়মান ছাত্রলীগ নেতা জানে আলম (সবুজ),নাজমুল হোসেন (নাজিম),সরদার নাজমুল হোসাইন,মোঃবসির,সৈকত আলী, কামাল হোসেন,সাহেদ,সাহিন আলম, ইকরাম হোসেন,আল আমান, আঃখালেক,সামীম হোসেন, আঃরহিম, হারুনুর রশিদ, সাইফুল ইসলাম, রাসেল,সাকিল হোসেন, মোঃআরিফ,সালাউদ্দিনসহ অন্যান্য ছাত্রলীগ নেতারা।
আলোচনা শেষে বীর মুক্তিযুদ্ধা ফরিদ খাঁনের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।