মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আবুল কালাম, শিরিনা আক্তার ও কফিল উদ্দিন নির্বাচিত
আলীকদমে আবুল কালাম, শিরিনা আক্তার ও কফিল উদ্দিন নির্বাচিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপ। এতে সতন্ত্র প্রার্থী আবুল কালাম ৯ হাজার ১৮১ ভোট পেয়ে ৩য় বারের মত বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জামাল উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৩২৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার ৩য় বারের মত ৭২৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ব্যরী মার্মা পেয়েছেন ৫ হাজার ৪৬৭ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে কফিল উদ্দীন বিএসসি ১১৮৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কাইনথপ ¤্রাে পেয়েছেন ৪ হাজার ৩৩৯ ভোট।
নির্বাচন পূর্ববর্তী সময়ে হেভিওয়েট এই দ্ইু প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আর অভিযোগের খামতি ছিলনা মোটেও। সবকিছুর অবসান ঘটিয়ে টানা ৩য় বারের মত উপজেলা চেয়ারম্যান পদে আবুল কালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার এবং ১ম বারের মত কফিল উদ্দিনকে নির্বাচিত করেছে ভোটাররা।
বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে চরম শঙ্কাও ছিল তুঙ্গে। ভোট কেন্দ্রে উপস্থিতির সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। মোট ভোটারের মধ্যে কাষ্টকৃত ভোট ছিল ১৭৯২০, যা সর্বমোট ভোটারের ৬১.৬ শতাংশ। দিনভর অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণ কলেও সন্ধ্যার পর উৎসুক জনতাকে সামাল দিকে ধকল পোহাতে হয়েছে সেনাবাহিনী ও বিজিবি’র। দীর্ঘদিন পর সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ হওয়ায় হওয়ায় জনসাধারণের মাঝে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ফিরে এসেছে এই উপজেলায়।
নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, জনগণ আমাকে তাদের পবিত্র ভোট দিয়ে ৩য় বারের মত আলীকদম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। আলীকদম গোটা আলীকদমবাসীর কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জনগণ প্রবিত্র ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। আমি চেষ্ঠা করবো জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে।