বুধবার ● ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » সহোদর দুই ভাইকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড
সহোদর দুই ভাইকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের তারাকান্দার কোদালধর এলাকার সহোদর দুইভাই হত্যা মামলায় চারজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২০ মার্চ)দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন।
মৃত্যুদন্ডপ্তরা হলেন একই এলাকার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম (৫০) ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী (৬২)।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে ধারালো রাম দাঁ-বল্লমের আঘাতে আসামিরা মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায়। পরে ৪ আগষ্ট নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নামে মামলা করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষির সাক্ষ্য ও যুক্তিতর্কের পর বিচারক এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট শেখ আবুল হাসেম, বাদীপক্ষের অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল এবং আসামি পক্ষের অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।
ফুলপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার-৪
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলপুরে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে তাদের আটক করা হয় বলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার চার জন হলো- মইশাকান্দা গ্রামের মৃত হাফিজ উদ্দিন খানের ছেলে গিয়াস উদ্দিন খান (৭৫), পূর্ব বাখাই গ্রামের মৃত আছর আলী মন্ডলের ছেলে উমেদ আলী (৭০), বনগাঁও গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল মালেক (৬০) ও পূর্ব বাখাই গ্রামের মৃত অসি উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৭০)।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান আরো বলেন, ফুলপুর উপজেলার সুতারকান্দি, বাখাই, ফতেহপুর ও মইশাকান্দাসহ বিভিন্ন গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত এই চারজনের বিরুদ্ধে।