বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ৭দিনব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন
গাইবান্ধায় ৭দিনব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত ৭ দিনব্যাপী এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ‘এসএমই পণ্য মেলা’ শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, বিসিক শিল্প নগরীর এজিএম শাহ জোবায়েদ, শাহজাদা আনোয়ারুল কাদির প্রমুখ।
উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় গাইবান্ধা, রংপুর, বগুড়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার ৬৩টি স্টল বসানো হয়েছে। মেলায় উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে অংশগ্রহণকারীদের শ্রেষ্ঠ ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে। মেলায় ক্রেতা বিক্রেতা, মিটিং বুথ, তথ্য কেন্দ্র, ব¬াড ডোনেশন, ক্যাম্প, মিডিয়া কর্ণারসহ বিভিন্ন আকর্ষণীয় স্টল ও উদ্যোক্তা ব্যাংকার ম্যাচ-মেকিং রয়েছে। এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
উলে¬¬খ্য, এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে স্থানীয় জেলা প্রশাসন, ব্যবসায়িক প্রতিনিধিসহ সকল স্টোক হোল্ডারদের সম্পৃক্ত করা হয়।
স্থগিত গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন ৩১ মার্চ
গাইবান্ধা প্রতিনিধি :: উচ্চ আদালতের নির্দেশে স্থগিত গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন আগামী ৩১ মার্চ রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের ২০ মার্চ ২০১৯ তারিখের পত্র নং ০০.০০০০.০৭৯.৪০.০১৮.১৯-২১৬ মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চেয়ারম্যান পদে নাজমুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত নাজমুল ইসলামকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তালিকায় অন্তর্ভুক্ত করাসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশে ১৮ মার্চের গোবিন্দগঞ্জ উপজেলার ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এখন চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলো- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান (নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (ঘোড়া), স্বতন্ত্র জাহিদ চৌধুরী (আনারস), স্বতন্ত্র ফেরদাউস আলম রাজু (দোয়াত কলম), স্বতন্ত্র ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল¬¬া (হাতুড়ি) ও স্বতন্ত্র নাজমুল ইসলাম। এদিকে নাজমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ছিলেন। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
গাইবান্ধায় জাপার দুই গ্র“পের পৃথক কর্মসূচিতে এরশাদের জন্মদিন পালন
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০তম জন্মদিন পালিত হয়েছে। গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ও জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির দাবিদার গ্র“প পৃথক পৃথকভাবে জন্মদিন পালন করে।
বুধবার রাত সোয়া ৯টায় শহরের কলেজ রোডের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার ও সদস্য সচিব সারওয়ার হোসেন শাহীন পার্টির চেয়ারম্যানের জন্মদিনের কেক কাটেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম লেবু, মাহমুদুর রহমান মুকুল, আব্দুর রহমান ফুল, আব্দুল জলিল সরকার, এসএম বাবলু, জেলা ছাত্র সমাজের সভাপতি জুলফিকার সরকার লেনিন প্রমুখ।
এদিকে জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির দাবিদার গ্র“পের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী শহরের ডিবি রোডের কার্যালয়ে রাত ৮টায় কেক কাটেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউন্নবী রাজু, একেএম নুরুন্নবী মিঠুল, আব্দুল কুদ্দুস চৌধুরী, আব্দুস সালাম মোল¬¬া, আনিছুর রহমান, ফুল মিয়া প্রমুখ।