শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে দুই মাদক বিক্রেতা আটক
ময়মনসিংহে দুই মাদক বিক্রেতা আটক
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের চামড়া বাজার ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৭ লিটার চোলাই মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন- শংকর ঋষি (৩০) ও প্রমি ঋষি (২৫)।
আজ শুক্রবার ২২ মার্চ দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানায়, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে শহরতলী শম্ভুগঞ্জের চামড়া বাজার ঋষি পাড়া এলাকা থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে র্যাব। পরে তাদের দেখানো মতে, ঘরের খাটের নিচে থাকা বস্তার ভেতর থেকে দেশীয় ভাবে তৈরি ৭৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় সাড়ে ৩৮ হাজার টাকা।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১৪।
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা,প্রেমিকার অভিযোগে কলেজছাত্র আটক
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগে ইমরান হোসেন (২০) নামে ডিগ্রি প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ২২ মার্চ সকালে আটককৃত ইমরানকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠি এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু পরে ওই শিক্ষার্থী ইমরানকে বিয়ে করার জন্য চাপ দিলে সে টালবাহানা করতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী বৃহস্পতিবার (২১ মার্চ) প্রেমিক ইমরানের বিরুদ্ধে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রাতেই উপজেলার নিধিয়ার চর গ্রামের বাড়ি থেকে ইমরানকে আটক করে থানায় নিয়ে আসে এবং শুক্রবার সকালে তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ ব্যাপারে বলেন, অভিযোগের ভিত্তিতে ইমরানকে আটক করে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।