শনিবার ● ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আ’লীগ নেতা সুরেশ কান্তি তংচঙ্গ্যার হত্যা মামলায় আটক-১
রাঙামাটিতে আ’লীগ নেতা সুরেশ কান্তি তংচঙ্গ্যার হত্যা মামলায় আটক-১
বিনয় চাকমা :: রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যার হত্যা মামলায় যৌথবাহিনী জেলা শহরের বনরুপাস্থ বলপিয়ে আদাম থেকে একজনকে আজ শনিবার ২৩ মার্চ ভোরে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে স্নেহাশিষ চাকমা ওরফে আশীষ বয়স ৪৩ বছর। পিতা মৃত সাধু জীবন চাকমার ছেলে । বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি, একজন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষ এর উপদেষ্টা।
যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশীষকে তার বাসা থেকে সাড়ে পাঁচ টার সময় আটক করা হয়। আটককৃত স্নেহাশীষ চাকমা বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যা হত্যাকান্ডের একজন এজাহারভ’ক্ত আসামী। প্রাথমিক তদন্তে সুরেশ হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা যায়।
নাম প্রকাশের অনিচ্ছুক বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর সদস্য দাবী করে বলেছেন, গত (২০মার্চ) বুধবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে যৌথবাহিনী নিজ বাসা থেকে বনরুপা বাজার বিষয়ে কথা আছে বলে আশীষকে তুলে নিয়ে যায়। সেই থেকে তার কোন খবর পাওয়া যায়নি। হঠাৎ করে দেখি আশীষকে সুরেশ তংচঙ্গ্যা হত্যা মামলার সাথে জড়ানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৯মার্চ বিলাইছড়ি উপজেলার অরাছড়ি নামক এলাকা থেকে উপজেলা সদরে ইনজিন বোটে ফেরার সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী গতিরোধ করে সুরেশকে নদীর কূলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
শনিবার সকালে বিলাইছড়ি থানার পুলিশ বাদী হয়ে বিশ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী জানায়।