শনিবার ● ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » সংসদে চকোলেট খেয়ে ক্ষমাপ্রার্থী কানাডার প্রধানমন্ত্রী
সংসদে চকোলেট খেয়ে ক্ষমাপ্রার্থী কানাডার প্রধানমন্ত্রী
পার্লামেন্টে ভোটাভুটির সময় তিনি চুপিসারে চকোলেটে কামড় বসাচ্ছিলেন। ভেবেছিলেন কারও নজরে পড়বে না। কিন্তু, বিধি বাম!
কনজার্ভেটিভ সাংসদ স্কট রিডের নজর এড়ায়নি। সোজা নালিশ স্পিকারের কাছে। প্রধানমন্ত্রী বার্গার খাচ্ছেন। অগত্যা, ভরা পার্লামেন্টে, সর্বসমক্ষে উঠে দাঁড়িয়ে ঘটনার জন্য ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু।
কারণ, পার্লামেন্ট হাউসে বসে লুকিয়ে বার্গার বা অন্য কোনও কিছু খাওয়া আইনত বারণ। সেই নিয়ম লঙ্ঘনের দায়ে তিনি স্পিকারের কাছে ক্ষমা চান।
স্পিকারের উদ্দেশ্য বলেন, ‘আসলে আমার কাছে একটা চকোলেট বার ছিল। তাতেই কামড় বসিয়েছি। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
সুত্র : এই সময়