সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » খেলা » আলীকদমে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত
আলীকদমে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলা স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ ঘটিকায় আলীকদম থানার উদ্যোগে থানা মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মিজানুর রহমান, এএসসি।
বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজিমুল হায়দার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ যথাক্রমে আব্দুল মুবিন (ভারপ্রাপ্ত), ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা, ক্রাতপুং ম্রো এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
খেলায় উপজেলার চারটি ইউনিয়নের মোট চারটি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বে প্রথম খেলায় আলীকদম ইউনিয়ন বনাম চৈক্ষ্যং ইউনিয়নের মধ্যকার খেলায় আলীকদম ইউনিয়নকে নকআউট করে চৈক্ষ্যং ইউনিয়ন ফাইনালে আসে এবং নয়াপাড়া ইউনিয়ন ও কুরুক পাতা ইউনিয়নের মধ্যকার খেলায় কুরুক পাতাকে নক আউট করে নয়াপাড়া ফাইনালে যায়গা করে নেয়।
চৈক্ষ্যং ইউনিয়ন এবং নয়াপাড়া ইউনিয়নের শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় ২নং চৈক্ষ্যং ইউনিয়ন চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি লেঃ কর্ণেল খন্দকার মিজানুর রহমান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন।