সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » সিরাজগঞ্জে ভুমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫: ভবনে ফাটল
সিরাজগঞ্জে ভুমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫: ভবনে ফাটল
সিরাজগঞ্জ প্রতিনিধি:: ভুমিকম্পের সময় সিরাজগঞ্জের বেলকুচিতে আতঙ্কিত হয়ে আবুল কাসেম (৪০) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে৷ সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে৷ এছাড়াও ভুমিকম্পের সময় কয়েকটি স্থানে আরও ৫জন আহত হয়েছে এবং শহরের দুটি আবাসিক ভবনে ফাটল দেখা দিয়েছে৷
বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস ও স্থানীয়রা জানান, ভোর রাতে ভুমিকম্পের সময় আতংকিত হয়ে ছোটাছুটি করতে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কাসেম ঘটনাস্থলেই মারা যান৷ এদিকে, ভূমিকম্পের সময় আতংকিত হয়ে নিজবাড়ীর দোতলা ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ায় সোহেল নামে এক যুবকের পা ভেঙ্গে গেছে৷ সে বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷ অপরদিকে, সিরাজগঞ্জ পৌর এলাকার একটি ছাত্রবাসের হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪ ছাত্র আহত হয়েছে৷ এছাড়াও ভুমিকম্পে পৌর এলাকার থানবান্ধি জেসি রোডের মৃত জসিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের ও মুসা শেখের একতলা ২টি ভবনে ফাটল দেখা দিয়েছে৷
জেলা প্রশাসক বিলস্নাল হোসেন জানান, উপজেলাওয়ারী ৰয়ৰতির বিষয় নিরূপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে৷ এখনও পুর্নাঙ্গ প্রতিবেদন পাওয়া যায়নি৷ তবে বেলকুচিতে আতঙ্কে মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন৷