মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বিএনপি’র ২ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
মাটিরাঙ্গায় বিএনপি’র ২ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য ও মাটিরাঙ্গা আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: ইয়াছিন মোল্লার নেতৃত্বে প্রায় ২ শতাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামীলীগের যৌথ কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হকের হাতে আওয়ামীলীগের জাতীয় প্রতীক নৌকা তুলে দেন হাজী মো: ইয়াছিন মোল্লা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় জয় বাংলা-জয় বঙ্গবন্ধু,শেখ শেখ শেখ মুজিব-লও লও লও সালাম, টুঙ্গিপাড়ার শেখ মুজিব-লও লও লও সালাম ধবনির মাধ্যমে উচ্ছাস প্রকাশ করতে থাকে উপস্থিত নেতাকর্মীরা।
সূত্রে জানা গেছে, সাবেক আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. ইয়াছিন মোল্লা আওয়ামীলীগে যোগদানের পুর্বে আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপি সদস্য ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য সম-অধিকার আন্দোলনে মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দীর্ঘদিন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মতো এমন একটি গুরুত্বপুর্ণ দিনে বিএনপির নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিভিন্ন স্তরের আওয়ামী নেতৃবৃন্দরা। আওয়ামীলীগের পতাকা তলে সমবেত নেতাকর্মীদের সহযোগীতা করার জন্যে আহবান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে বলেও জানান।
এ ছাড়া একই দিন পৌর ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দিন , খাগড়াছড়ি জেলা যুবদলের ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সহ-সভাপতি ও আমতলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. আবদুল কাদের, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো: শহিদুল ইসলাম (সাবেক মেম্বার), মাটিরাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নজুরুল ইসলাম ভূঁইয়া,উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন ভূইঁয়া, আমতলী ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, আমতলী মহিলা দলের সভাপতি, জেলা মহিলা দলের সদস্য ও ইউনিয়ন পরিষদের ৪-৫-৬ নং ওয়ার্ড এর মেম্বার নুর জাহান বেগম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সদস্য ও বামাগুমতি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কির্তীবাজ ত্রিপুরা, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ধনছা ত্রিপুরা, আমতলী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হাবিল মিয়া, আমতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. আলী হোসেন ও উপজেলা যুবদল নেতা মো. মুনছুর আলী প্রমুখ আওয়ামীলীগে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমান উল্যাহ ভুইঁয়াসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী নেতৃবৃন্দরা।