বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার-৩ : লুণ্ঠিত মালামাল উদ্ধার
বাগেরহাটে গলা কেটে গৃহবধূ হত্যার ঘটনায় গ্রেফতার-৩ : লুণ্ঠিত মালামাল উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে চুরি করতে এসে ঘরে ঢুকে গৃহবধূ গলা কেটে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত বটি, চাকু এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ২৭ মার্চ ভোর রাতে শহরের পূর্বসরুই এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন : শহরের দক্ষিন সরুই এলাকার ভাড়াটিয়া মো. ইউনুছ তালুকদারের ছেলে মো. মিরাজুল ইসলাম পাপন (১৯), একই এলাকার মো. বাবুল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (২২) ও তার ভাই মো. রিয়াদ শেখ (২০)। এদের সবার স্থায়ী বাড়ি মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়িয়া গ্রামে।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠন করা ২টি স্বর্নের রুলি, ১টি স্বর্নের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করেছে। বুধবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলা গোয়েন্দা পুলিশসহ কয়েকটি টিম অভিযান চালিয়ে রাতে তিন হত্যাকারীকে গ্রেপতার করে। তাদের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত একটি বটি, ধারালো চাকু এবং লুন্ঠন করা ২টি স্বর্নের রুলি, ১টি স্বর্নের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ২১ মার্চ রাতে নারকেল কেনার কথা বলে বাগেরহাট শহরের পূর্ব সরুই এলাকায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রহিমের বাসায় ঢোকে হত্যাকারীরা। হত্যাকারীদের নারকেল দেওয়ার সময় হোসনেয়ারা বেগমকে আঘাতকরে এবং স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে হোসনেয়ারা বেগমকে তার শোবার রুমে নিয়ে বটি ও ছুরি দিয়ে হত্যা করে তারা।