বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নানা রোগব্যধিতে আক্রান্ত গাইবান্ধার মানুষ
নানা রোগব্যধিতে আক্রান্ত গাইবান্ধার মানুষ
গাইবান্ধা প্রতিনিধি :: বৈরী আবহাওয়ার কারণে নানাবিধ রোগব্যধিতে আক্রান্ত হয়েছে পড়েছে গাইবান্ধার ৭ উপজেলার মানুষজন। বিশেষ করে শিশু-বৃদ্ধ ও প্রসূতি, জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাঁশি, পেটের পীড়া, চর্ম রোগসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে পড়ছে দিনের পর দিন। যার কারণে গাইবান্ধা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিউটি ক্লিনিকগুলোতে রোগির উফছে পড়া ভিড় লক্ষ করা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে এসব রোগব্যধির প্রদুর্ভাব দেখা দিয়েছে। দিনে প্রচন্ড গরম আবার রাতে ঠান্ডা এমনকি কোন দিন সকাল বেলা গরম এবং রাতেও প্রচন্ড গরম অনুভব হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে গত এক সপ্তাহ ধরে রোগব্যধি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। অপরদিকে দীর্ঘদিন থেকে বৃষ্টি বাদল না হওয়ায় আম, কাঁঠালের মুকুল ঝড়ে পড়ছে। দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের বাবু মিয়া জানান, তার পরিবারের চারজন সদস্য জ্বর, সর্দি এবং কাঁশি আক্রান্ত হয়ে পড়েছে। ৫ দিন ধরে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে কোন কাজ হচ্ছে না। যার কারণে আক্রান্ত পরিবারের সদস্যদের নিয়ে হতাশা গ্রস্থ হয়ে পড়েছে।
জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আজাদ আবুল কালাম জানান, আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে নানাবিধ রোগব্যধি দেখা দিয়েছে। এতে রোগি তেমন কোন ক্ষতির সম্ভবনা নেই। কিছু কিছু রোগব্যধি ২ হতে ৩ দিনের মধ্যেই এমনিতেই সেরে যাবে। তারপরও ভয়ভীতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিউটি ক্লিনিকগুলোতে রোগি ভিড় করছে।
গাইবান্ধায় উপজেলা মানবাধিকার পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
গাইবান্ধা :: গাইবান্ধায় উপজেলা মানবাধিকার পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইন ও শালিস কেন্দ্র এবং গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা এই সম্মেলনে কাউন্সিলর হিসেবে অংশ গ্রহণ করেন। সম্মেলন উপলক্ষে সকালে দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে শহরের র্যালি বের করা হয়।
মানবাধিকার সংরক্ষণ পরিষদের হাসিনা জোয়াদারের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরামের আহবায়ক সাংবাদিক আবু জাফর সাবুসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের জয়া প্রসাদ, মানবাধিকার সংরক্ষণ পরিষদের, কাজী আব্দুল খালেক, আইন ্ও সালিশ কেন্দ্রের প্রোগ্রাম সুপারভাইজার অপূর্ব কুমার দাস, মানবাধিকার কর্মী মিনু রাণী মোহন্ত প্রমুখ।
কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন গাইবান্ধা উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নির্বাচিত হন কাজী আব্দুল খালেক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন নুরুন্নবী সরকার। এছাড়া সাধারণ সম্পাদক পদে মিনু রাণী মোহন্ত ও শফিকুল ইসলামের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মিনু রাণী মোহন্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তিন সদস্য বিশিষ্ট এই নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে মানবাধিকার সংরক্ষণ পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করবে।