বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার
নবীগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: বিঞ্জান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে এবং নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ন্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী আজ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ সরকারী জে,কে,উচ্চ বিদ্যালয় মিলায়তনে অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভপতিত্বে এবং আশরাফুল ইসলাম ও শিক্ষা প্রকৌশলী মুয়াইমুনিল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুল মতিন সরকার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদ উল্লাহ,উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন,জে,কে সরকারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ সরকারী কলেজের প্রভাষক রেজাউল আলম,উপজেলা মহিলালীগের সভাপতি দিলারা হোসেন। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন,উত্তম কুমার পাল হিমেল। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসনে,প্রভাষক জন্টু রায়,প্রধান শিক্ষক হারুন মিয়া,নবীগঞ্চ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাস,মোঃ আলমগীর মিয়া,শিক্ষক আব্দুস সাত্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক এ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা উন্নত প্রযু্ক্িতর মাধ্যমে চুলা তৈরী করে জ্বালানী সাশ্রয়,সুষম খাদ্যে স্পিরিলিনার কার্যকারীতাসহ বিভিন্ন প্রযুক্তির কথা তুলে ধরেন। আগামীকাল শুক্রবার বিকাল ৫ টা পর্যন্ত মেলার প্রদর্শনী চলবে।