শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন
চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: নানা অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও স্বেচ্ছাচারিতার, স্বজনপ্রীতি সহ পাহাড় পরিমান অভিযোগের তীর ছুড়ে পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের অপসারন দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কলেজ রোড এলাকায় নাগরিক সমাজের ব্যানারে কলেজের শিক্ষার্থী ও এলাকার শত শত সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় ‘চাটমোহরবাসী এক হও প্রিন্সিপালকে বিদায় দাও’, এক দফা এক দাবী প্রিন্সিপাল তুই কবে যাবি’, দুর্নীতিবাজ প্রিন্সিপালকে অপসারণ করতে হবে’, এমন নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সবাই প্রতিবাদ জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোত্তালিব, রেজাউল হক, তাইজুল ইসলাম, অভিভাবক মো. আজিজুল হক প্রমুখ। পরে অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা পরিষদে গিয়ে ইউএনও সরকার অসীম কুমারের হাতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
স্মারকলিপিতে অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে কলেজে বাগান তৈরি করে লক্ষ লক্ষ টাকার ফুলের গাছ কেনা এবং পরিচর্যা করার নামে ভাউচার তৈরি করে টাকা আত্মসাৎ, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সেমিনার ফি, লাইব্রেরি ফি, বই কেনার ভাউচার দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ভর্তি এবং পরীক্ষার ফরম ফিলাপের সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায়সহ মোট আটটি অভিযোগ উত্থাপন করা হয়।