শিরোনাম:
●   দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি ●   ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ●   আত্রাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু ●   সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন ●   রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা ●   রাঙামাটি জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম ভুট্টোর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার ●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা » আগুনেই যদি পুড়ে মরতে হয়, তাহলে আর কীসের উন্নয়ন ?
প্রথম পাতা » ঢাকা » আগুনেই যদি পুড়ে মরতে হয়, তাহলে আর কীসের উন্নয়ন ?
শনিবার ● ৩০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগুনেই যদি পুড়ে মরতে হয়, তাহলে আর কীসের উন্নয়ন ?

---অনলাইন ডেস্ক :: আজ শনিবার ভোর ৬টায় রাজধানীর গুলশান-১–এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন।

সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফাযার সার্ভিসের সাথে কাজ করেন। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া কিছুটা দরিদ্র এলাকা হিসেবে চিহ্নিত পুরানা ঢাকার চুরিহাট্টার ভয়াবহ আগুনে পোড়া মানুষের কান্নার মাতম না থামতেই রাজধানীর অভিজাত এলাকা বনানীতে দেখতে হলো ভয়াবহ অগ্নিকাণ্ড।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা এফ আর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট টানা ৭ ঘন্টা কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন ফ্লোরে আটকা পড়ে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে আগুনে পুড়ে এবং ভয়ে বিভিন্ন ফ্লোর থেকে লাভ দিয়ে পড়ে অন্তত সাতজন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। আগুন লাগার পর থেকেই হাজার হাজার মানুষ ভবনের আশেপাশের এলাকায় ভিড় জমায়।

বিল্ডিংয়ে আটকে-পড়া অসংখ্য মানুষের বাঁচার আকুতি এবং বাইরে দাঁড়ানো হাজার হাজার মানুষের কিছু করতে না পারার অসহায়তা এক করুণ দৃশ্যের জন্ম দেয়। অনেককে কাঁদতেও দেখা যায়। অনেকে নিশ্চিত বিপদ জেনেও উঁচু ভবন থেকে লাফ দেয়। প্রায় ছয় ঘণ্টা ধরে বনানীর এফআর ভবনে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তা সত্যিই হৃদয়বিদারক।

মানুষের এমন চরম বিপদের মুহূর্তে কিছু করতে না পারার অসহায়তা থেকে অনেকেই নিজের ভারসাম্য ধরে রাখতে পারেন না। তাইতো দেখা গেছে সেখানে উৎসুক ব্যক্তিদের অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়েছেন, অনেকে ‘লাইভ’ প্রচার করেছেন। অকারণ ভিড় বাড়িয়েছেন। আবার অনেকেই এর মধ্যে এম্বুলেন্স এবং দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতা করেছেন। অনেক আবার গণমাধ্যমের ‘লাইভ ধারাভাষ্য’ এবং মোবাইলে যারা ছবি তুলেছেন, তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন।

অনেকে সরকারকে দোষ দিয়েছেন। অনেকে এই ভবনের মালিক এবং ভবন অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষের দোষ দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলছেন, জলাশয়গুলো ভরাট হলো কেন। অনেকে আবার প্রয়োজন ও যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য বিধান করে কেন উন্নত ও আধুনিক যন্ত্রপাতির পর্যাপ্ত সরবরাহ বাড়ানো হচ্ছে না, দমকল বাহিনীকে আরও আধুনিক চৌকষ করা হচ্ছে না-সেই অভিযোগও তুলেছেন। অনেকে আবার সরকারের উন্নয়ন-সংক্রান্ত স্লোগানকে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন। উন্নয়নের সিঁড়ি বেয়ে উপরে উঠে যদি নামার ব্যবস্থাই না থাকে, সে কিসের উন্নয়ন?
---এসব ক্ষোভ, সমালোচনা ইত্যাদি সব কিছুর পেছনেই হয়তো যুক্তি আছে। এ ছাড়া, গত কয়েক দশক ধরেই দেখছি শাসকদের সীমাহীন উদাসীনতা, এডহক ভিত্তিতে সমস্যা সমাধানের মানসিকতা, কিছু মানুষের লোভ আর নাগরিকদের বিরাট একটা অংশের দায়িত্বহীন আচরণ এই শহরকে বসবাসের অনুপযোগী করে ফেলছে। আমরা দেখছি মানুষ বাড়ছে, নগর বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে একের পর এক বিপর্যয়। মানুষ মরছে, আমরা কয়েকদিনের জন্য সতর্ক হচ্ছি। তার পরই ফিরে যাচ্ছি পুরনো সিস্টেমে।

ঢাকা শহরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় ও সতর্কতা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা কিছু কম হয়নি। কিন্তু এ ব্যাপারে আমাদের অবস্থান তিমিরেই রয়ে গেছে। আমরা চাইলেই দুর্ঘটনা থামিয়ে দিতে পারছি না, ক্ষতিও কমিয়ে আনতে পারছি না।

বনানীর যে ভবনটিতে আগুন লেগেছিল, সেটা একটা আধুনিক ভবন। অথচ আমরা দেখেছি এর পর্যাপ্ত পরিমাণে এক্সিট নেই। মানুষজন আগুন থেকে বাঁচার উপায় কিছু জানে না। নিয়মিত ফায়ার ড্রিল হয়না। ফায়ার এক্সটিংগুইশার আছে কিন্তু কেউ তা কেউ চালাতে জানেন না। ভবনে আগুন নেভাতে পানির ব্যবস্থা নেই। বাংলাদেশের বেশিরভাগ মার্কেট এবং ভবনেরই এই দশা। আমাদের দেশে হাতেগোনা দু-একটা ছাড়া কোনো মার্কেট কিংবা ভবনেরই আগুন নেভানোর জন্য নিজস্ব কোনো ব্যবস্থাপনা নেই।

অথচ বিশ্বের উন্নত দেশে বহুতলবিশিষ্ট শপিং মল বা ভবনে আগুন নেভানোর কাজ প্রাথমিকভাবে সরকারি দমকল বাহিনী করে না। এটা প্রধানত সংশ্লিষ্ট ভবনের নিজস্ব ব্যবস্থার আওতায় করা হয়। বিশেষ দরকার পড়লে সেটা আলাদা। লো রাইজ ভবনে (নয়-দশতলা) আগুন লাগলে তা নেভায় দমকল বাহিনী। ১০ তলার বেশি ভবনে আগুন লাগলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের।

এফআর আর ভবনের মতো বহুতল বৃহৎ ভবনে অবশ্যই নিজস্ব একটা ফায়ার সেফটি প্ল্যান থাকা উচিত। আগুন লাগলে এটা কীভাবে ম্যানেজ করা হবে, তার জন্য একটা দল সার্বক্ষণিকভাবে দায়িত্বে নিয়োজিত থাকার কথা। কর্মী বাহিনীকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া থাকবে, কোন ফ্লোরে কার কী দায়িত্ব।

এ ধরনের ঘটনা কালেভদ্রে ঘটলেও এর জন্য দায়িত্বপ্রাপ্ত দলকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। এ জন্য দুটি জিনিসের নিশ্চয়তা থাকা দরকার। আমাদের বিল্ডিং কোডে বলা আছে, নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রথম দুই বছর প্রতিবছর চারবার অগ্নিনির্বাপণ মহড়া করতে হবে। তৃতীয় বছর থেকে বছরে দুবার করে ফায়ার ড্রিল বা অগ্নিনির্বাপণ মহড়া করতে হবে।
---
হয়তো দুর্ঘটনা দুর্ঘটনাই। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বিদ্যমান স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা কি আমাদের দেশের বহুতল ভবনগুলোতে সক্রিয় আছে কি না। দেশের অন্য কোনো বহুতল ভবনে আগুন লাগলে কেন তা কাজ করবে, সে বিষয়ে ধারণা পরিষ্কার হওয়া দরকার।

গণমাধ্যমকে এখন একটা বিরাট দায়িত্ব পালন করতে হবে এ বিষয়ে রিপোর্ট করে। শুধু আগুন লাগলেই এর সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে, আর অন্য সময় উদাসীন থাকবেন তা হয় না। এখন মনোযোগ দেওয়া দরকার বহুতল ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ-ব্যবস্থা কতটা কী কাজ করছে বা করছে না। তারা নিয়মিত মহড়া দিচ্ছে কি দিচ্ছে না। বাণিজ্যিক ভবনে দুই বা ততোধিক সিঁড়ি আছে কি না। সিঁড়িগুলো এমনভাবে সুরক্ষিত কি না, যেন আগুন লাগলে সিঁড়িতে ধোঁয়া না আসতে পারে। কারণ, সিঁড়ি দিয়েই তো প্রাথমিকভাবে বেশির ভাগ মানুষ নেমে আসবে। সে জন্য সিঁড়ির ডিজাইনও একটি স্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।

১৯৯২-৯৩ সালে প্রণীত ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি) আইনগত বাধ্যবাধকতা আনতে প্রায় ১৩ বছর সময় লাগে। ২০০৬ সালে প্রথমবারের মতো গেজেট হয়। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় এটা অনুসরণ করা বাধ্যতামূলক। কেউ যদি তা না করে, তাহলে তা বেআইনি হবে।

আমাদের একটা প্রবণতা হলো সরকারি খাতের কোনো ‘বেআইনি’ বিষয়কে যতটা সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়, বেসরকারি খাতের সেভাবে দেখা হয় না। কিন্তু বিপদের সময় সরকারকেই তুলোধুনো করা হয়। আমাদের অবশ্যই বড় বড় ভবন ও মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সোচ্চার হওয়া উচিত। এটা দায় বা দোষারোপ স্থানান্তরের জন্য নয়, আত্মজিজ্ঞাসার জায়গা থেকে দেখতে হবে। সরকারের ফায়ার সার্ভিসকে না ডেকেই বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড নির্বাপণ করার মতো সামর্থ্য কবে অর্জন করবে আমাদের দেশের বেসরকারি খাতের বহুতল ভবনগুলো? সেই প্রশ্নের উত্তর খুঁজেতে হবে।

আমাদের দেশে যখন অগ্নিকাণ্ডের বড় ধরনের ঘটনা ঘটে, তখনই কেবল সবাই নড়েচড়ে বসে; সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম শুরু হয়। আবার তা আগের অবস্থায় ফিরে যায়। যেমন, বসুন্ধরা মার্কেট ও এনটিভি ভবনে দুর্ঘটনা ঘটার পর সবার মধ্যে এ নিয়ে আগ্রহ দেখা গেল, অনেক প্রতিষ্ঠানে ফায়ার ড্রিল হলো। কিন্তু কিছুদিন পর সব থেমে গেল। পরবর্তী সময়ে কারও মধ্যে আর এ বিষয়ে আগ্রহ দেখা গেল না।

আমাদের দেশে বছরে গড়ে ১৭ থেকে ১৮ হাজার অগ্নিকাণ্ড ঘটে। এতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। অথচ দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি নেই বললেই চলে। এমনিতেই দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। এই দুর্যোগ মোকাবিলায় আমাদের এখন থেকেই অধিকতর সতর্ক হতে হবে। প্রতিটি ক্ষেত্রে কী করে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়, তা রপ্ত করতে হবে।

তা না হলে হাতিরঝিল, মেট্রোরেল, গগণচুম্বি সব অট্টালিকা দিয়ে উন্নয়নের সৌধ ঠিকই গড়া হবে, কিন্তু সেই সৌধ মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হবে। কাজেই আগে আগুন থেকে রেহাই পাবার ও সতর্ক হবার উপায় জানতে হবে। তা না হলে একটা করে মর্মান্তিক অগ্নিকাণ্ড হবে, আমাদের চোখের সামনে কিছু মানুষ পুড়ে ছাই হবে, বাঁচার জন্য ঝটফট করবে, আমরা কেবলই একে-অপরের বিরুদ্ধে দোষারোপ করব। প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বসে ঘটনা মনিটর করবেন! আর নিশ্চিত জাহান্নামের আগুনে কেউ কেউ ঠিকই পুড়ে ছা্ই হবে, আর আমরা কেউ কেউ ঠিকই পুষ্পের হাসি হাসব !

লেখক : সাংবাদিক ও কলামিস্ট চিররঞ্জন সরকার
সৌজন্যে : চ্যানেল আই
সূত্র : বাংলাদেশ টুডে

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব)





ঢাকা এর আরও খবর

শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা
বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছেনা : সাইফুল হক বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছেনা : সাইফুল হক
অন্তর্বর্তী সরকার মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলছে : সাইফুল হক অন্তর্বর্তী সরকার মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলছে : সাইফুল হক
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়াতে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়াতে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
জাতীয় নির্বাচনের মূল কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই জাতীয় নির্বাচনের মূল কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই
কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত
শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিশিষ্ট ব্যবসায়ী হামিদ শরীফ আর নেই বিশিষ্ট ব্যবসায়ী হামিদ শরীফ আর নেই
লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)