শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট
পানছড়িতে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট
পানছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার সম্পন্ন হয়েছে। উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টার টুনামেন্টের ফাইনাল খেলায় উল্টাছড়ি কিং ইলিভেন একাদশ-পাইলটফ্রাম ভেক্টোরিয়া একাদশের মোকাবেলা করে। টসে জিতে উল্টাছড়ি কিং ইলিভেন একাদশের অধিনায়ক এনামুল হক বেট করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে ৯২ রান করে পাইলটফ্রম ভেক্টোরিয়া একাদশকে ৯৩ রানের র্টাগেট বেধে দেয়। পরে ভেক্টোরিয়া একাদশকে ২১রানে পরাজিত করে। পাইলটফ্রম ভেক্টোরিয়া একাদশের অধিনায়ক এর দায়িত্বে ছিলেন মো. পারভেস।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ী ও বিজিতা দলকে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবির সাজু, ও যুবলীগের সভাপতি মো. আল আমিন প্রমূখ।
খেলার রেফারীর দায়িত্ব পালন করেন মো. তোফাজ্জল হোসেন মায়া ও মো. নাঈমুল ইসলাম । ধারাভাষ্যকার ছিলেন পুজগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ।