শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » এ বছরের মধ্যেই নিজেদের ক্যাম্পাসে স্থানন্তিরত হবে মাটিরাঙ্গা মহিলা কলেজ
এ বছরের মধ্যেই নিজেদের ক্যাম্পাসে স্থানন্তিরত হবে মাটিরাঙ্গা মহিলা কলেজ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: নারী শিক্ষার প্রসারে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী বছর-ই নিজেদের কলেজ ক্যাম্পাসে বিদায় ও বরণ অনুষ্ঠান করতে সক্ষম হবে মাটিরাঙ্গা মহিলা কলেজ কর্তৃপক্ষ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, শুধুমাত্র পরীক্ষায় পাস করলে চলবে না, গুনগত শিক্ষা অর্জন নিশ্চিত কল্পে শিক্ষার্থীদের আরো বেশী পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে শীঘ্রই মাটিরাঙ্গা মহিলা কলেজের স্থায়ী ক্যাম্পাস করার জন্যে প্রশাসনিক সহযোগিতার আশ^াস দিয়ে তিনি বিশেষ অতিথিবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহ সকলের সহযোগী প্রত্যাশা করেন।
গতকাল ২৯ মার্চ শুক্রবার সকালে মাটিরাঙ্গার বিনোদন পার্ক “জল পাহাড়” এর হলরুমে মাটিরাঙ্গা মহিলা কলেজ আয়োজিত নব-নির্বাচিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলামের সম্মানে দেয়া সংবর্ধবনা, মাটিরাঙ্গা মহিলা কলেজের এইচ এস সি/এস এস সি পরীক্ষার্থীর বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ভাইস প্রিন্সিপাল মো. গিয়াস উদ্দিন‘র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা মহিলা কলেজ অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শামছুল হক-চলতি বছরের মধ্যেই মাটিরাঙ্গা মহিলা কলেজ‘কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করার প্রকল্প প্রক্রিয়া গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন।
নব-নির্বাচিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন পিপিএম, মাটিরাঙ্গা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক মেম্বার ওয়ালী উল্লাহ, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেযারম্যান মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন, মাটিরাঙ্গা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. এরশাদুজ্জামান এরশাদ,কাউন্সিলরদের মধ্যে মো. মোস্তফা, মো. আব্দুল খালেকসহ বিভিন্ন অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।