মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২দিন ব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’র ফি কমিয়ে তারিখ বর্ধিত করা হয়েছে
২দিন ব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’র ফি কমিয়ে তারিখ বর্ধিত করা হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম জেলার নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের আবেদনের প্রেক্ষিতে বনপা’র কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে রেজিষ্ট্রেশন ফি ৪০০০/= (চার হাজার) টাকা থেকে কমিয়ে ফি মাত্র ২০০০/= (দুই হাজার) টাকা এবং রেজিষ্ট্রেশনের শেষ সময় ৫ জানুয়ারী বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে৷
আগামী ৯ ও ১০ জানুয়ারী ২০১৬ ইংরেজি তারিখ শনিবার ও রবিবার হোটেল প্রিন্স এর সম্মেলন কক্ষে(৪র্থ তলায়) রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও স্কিল ১০০ ডটকম এর যৌথ আয়োজনে ২দিন ব্যাপী “রুপান্তরমূলক নেতৃত্ব এবং কার্যকর দল গঠন” শীর্ষক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে৷
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন তরুন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ পিএইচডি ৷
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ৷
প্রশিক্ষণ কর্মশালায় গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন৷
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী৷
প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন৷
প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলার কর্মরত প্রিন্ট,ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন৷