শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাড়ীর রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
বাড়ীর রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কয়েকটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামের কাছা মিয়ার পুত্র মধু মিয়া সিলেটের পুলিশ সুপারের কাছে স্থানীয় বাউসী গ্রামের আনহার মিয়ার পুত্র সায়েদ ও আশরাফুল, মৃত ছুরই আলীর পুত্র হান্নান মিয়া ও সোনা মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে আবেদন জানিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলে আসছে। আমার বসতবাড়ীসহ আশপাশের জায়গা-জমি তাদের বলে জোর দাবী করে আসছে। বসতবাড়ীর পুকুরপাড় (সাবাজপুর মৌজার দাগ নং-৪২৩) থেকে সরকারী গোপাট (২২শতক ভূমি, বাউসী মৌজার দাগ নং-৩৩৬৯) পর্যন্ত রাস্তাটির জায়গা আমার পিতার নামে থাকায় আমাদের পুকুর খনন করে সে রাস্তার উপর মাটি ভরাট করে আসছি। এতে রাস্তাটি নিজেদের দাবী করে অভিযুক্তরা কাজে বাঁধা প্রদান করে। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালে সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা মাটি কাটা ও ভরাটের উপর নিষেধ প্রদান করেন। আমি কাজ বন্ধ করে দেই। কিন্তু তারপরও অভিযুক্তরা আক্রোশের বশবর্তী হয়ে ২ মার্চ সকালে আমার বাড়ীর নিকটস্থ মোকামবাড়ী রোড সংলগ্ন ‘জালালী ভেরাইটিজ স্টোর’-এ আক্রমণ করে আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মারমুখী হলে স্থানীয় লোকজন আমাকে প্রাণে রক্ষা করেন। এ ঘটনায় আমি বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করি। পরে থানা পুলিশ ঘটনা তদন্ত করে উভয়পক্ষের উপস্থিতিতে এক সালিশ বৈঠক আহবান করে। পরে ১৫ মার্চ থানার এসআই সফিকুল ইসলামের উপস্থিতিতে বৈঠক বসে। বৈঠকে উভয়পক্ষের সম্মতিতে একজন করে সার্ভেয়ার নিয়ে জায়গার সঠিক তদন্তের সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু অভিযুক্তরা ২৫ মার্চ সকালে আমার বাড়ীর রাস্তার উপর দেয়াল নির্মাণের কাজ শুরু করে। তাতে বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যা করতে এগিয়ে আসে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে এসআই মিজান এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ আর ঘটনাস্থলে আসেনি। বর্তমানে আমাদের কয়েক পরিবারের কেউ বাড়ী থেকে বের হতে পারছি না। স্কুলগামী শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করতে পারছে না। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সকলেই।’
এ বিষয়ে কথা হলে অভিযুক্ত হান্নান মিয়া সব অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব জায়গায় দেয়াল নির্মাণ করেছি। এটি মধু মিয়াদের রাস্তা নয়। এছাড়া, অভিযোগকারী যেটিকে সরকারী গোপাট উল্লেখ করেছেন, সেটিও আমাদের নিজস্ব রাস্তা।’