রবিবার ● ৩১ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গনকে আন্তর্জাতিক মানের করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গনকে আন্তর্জাতিক মানের করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গন অনেক দূর এগিয়ে যাবে ও সুদৃষ্টির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে। আগামীতে আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অংশ নিয়ে দেশের সুনাম অক্ষুর্ণ রাখবে। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা বর্তমানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও পারদর্শীতা প্রমাণ করছে আর দেশের বাহিরেও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ সুনাম অর্জন করেছেন।
আজ রবিবার ৩১ মার্চ সকালে বান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত জিমনিসিয়ান ভবন উদ্বোধনের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এসব কথা বলেন। এসময় তিনি ফিতা কেটে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নবনির্মিত জিমনিসিয়াম ভবনের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে চীন, থাইল্যান্ড, কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক বিজয়ী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন মনোমুগ্ধকর জিমন্যাস্টিকস শো প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপিকা আমেনা বেগম, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ ছালেহ আহম্মদ, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সহধর্মিনী কামরুন নেছা খানম বেবী, কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার মো. পারভেজ মাসুদ, এম আরিফুল ইসলাম, আলীম-আল-রাজী, এ এইচ এম সাজেদুর রহমানসহ বিদ্যালয়ের ২ হাজার ছাত্রী ছাত্রীরা উপস্থিত ছিলেন।