সোমবার ● ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কোচিং সেন্টার খোলা রাখার দাবীতে মানববন্ধন
গাইবান্ধায় কোচিং সেন্টার খোলা রাখার দাবীতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড়ের ১নং ট্রাফিক মোড়ে কোচিং সেন্টার খোলা রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গাইবান্ধা সদর উপজেলার সহায়ক শিক্ষা পরিবারের পরিচালক, শিক্ষক ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা বিভিন্ন দাবি ও পরামর্শ সম্বলিত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কোচিং সেন্টারের পরিচালক লিয়াকত আলী, রবিউল ইসলাম, এহতে শামমুল হক, জাহিদ হাসান প্রমুখ। বক্তারা বলেন, সরকার দেশে সুশিক্ষিত জাতি গঠনে পাবলিক পরীক্ষা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসিসহ সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের সনাক্ত করেছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছে। যে কারণে গত পাবলিক পরীক্ষা গুলোতে প্রশ্নপত্র ফাঁস শূণ্যের কোঠায় নেমে এসেছে। তারা আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের তালিকায় গাইবান্ধা জেলার কোনো সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টারের শিক্ষক জড়িত ছিল না।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি
গাইবান্ধা ::
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৩৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪ টায়। স্বত:¯ফুর্তভাবে ভোটাররা প্রতিটি কেন্দ্রে ভোট প্রদান করেন। বিশেষ করে প্রায় প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ প্রধান ভোট শেষে সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়েছেন। তিনি আশা করেন নৌকা লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
উপজেলার ১ লাখ ৯৭ হাজার ৫২১জন নারী এবং ১ লাখ ৮৮ হাজার ৭৭৫জন পুরুষ ভোটার। এখানে চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।