মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে চিকিৎসা সেবায় সেনাবাহিনী
আলীকদমে চিকিৎসা সেবায় সেনাবাহিনী
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: সৈনিক জীবনের নানা কর্মকান্ডের পাশাপাশি পাহাড়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তকরণ কর্মসূচীর আওতায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকা থেকে বেলা ১২ ঘটিকা পর্যন্ত মিষ্টিবাড়ি মাঠে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আলীকদম সেনা জোনের আরএমও ডাঃ ক্যাপ্টেন মোঃ আসিফ ও তার নের্তৃত্বে একটি চিকিৎসক দল মোট ১১৯ জন চিকিৎসা সুবিধা বঞ্চিকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং সেই সাথে বিনা মূল্যে ঔষধ বিতরণ করেন।
চিকিৎসা সুবিধা বঞ্চিত কয়েকজন রোগীর সাথে কথা বললে তারা আমাদের এপ্রতিনিধিকে জানা, আলীকদমে অনেক বড় একটি হাসপাতাল আছে। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে হাসপাতাল থেকে তেমন কোন চিকিৎসা সেবা পাওয়া যায়না। এছাড়াও এখানে ডাক্তাররা নিয়মিত চেম্বার করেননা। যার কারণে আমাদের চিকিৎসা সেবা অনেকটা অপ্রতুল। কিন্তু আলীকদম সেনা জোন থেকে আমাদেরকে সাপ্তাহিক যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তার গুণগত মান অনেক ভাল। এতে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।