মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বারুনী স্নানে শত শত পূণ্যার্থীর মিলন মেলা
আত্রাইয়ে বারুনী স্নানে শত শত পূণ্যার্থীর মিলন মেলা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘীর বারুনীতলা ও বলরামচক নামকস্থানে আত্রাই নদীর তীরে ঐতিহ্যবাহী শতবর্ষী বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে বারুণী পুজা ও বারুনী স্নান এর মধ্য দিয়ে মুল আনুঠানিকতা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ স্নান উৎসব। গঙ্গা স্নানে অর্জিত পাপ ক্ষয় হয় এই বিশ্বাসে আত্ম বিশ্বাসী হয়ে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই পুণ্য তিথিতে গঙ্গা স্নান করে থাকেন।
উপজেলার বারুণীতলা ও আত্রাই, রাণীনগর, বাগমারা তিন উপজেলার ৫২টি গ্রাম নিয়ে গঠিত বলরামচক কেন্দ্রীয় মহাশ্মাশন প্রাঙ্গনে যথারীতি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শত শত পূণ্যার্থী নারী-পুরুষ এ স্নানোৎসবে অংশগ্রহণ করেন।
এদিকে এ স্নানোৎসবকে ঘিরে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বারুনীতলা ও বলরামচকে মেলা শুরু হয়েছে। খেলনা, প্রসাাধনী, সাজসজ্জার নানা দোকান, কাঠ, বেত, মাটি, লোহার তৈরি আসবাবপত্রসহ গৃহকাজে ব্যবহারযোগ্য সামগ্রীর দোকান, মিষ্টি, খৈই, সাজ, বাতাসাসহ নানা ধরনের খাদ্য সামগ্রীর দোকানও বসেছে এ মেলায়।
এ ব্যাপারে বলরামচক মেলা উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় ইউ পি সদস্য স্বপন কুমার শাহ্ জানান, শত শত বছর ধরে এ বারুনী স্নান ও মেলা আত্রাই নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসব হিন্দু ধর্মালম্বীদের হলেও মেলাকে ঘিরে হিন্দু মুসলমানদের সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা পরিণত হয়।
এ বিষয়ে মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনিল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত গঙ্গা স্নান চলে। স্নান করতে আসা প্রত্যেক পূণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া দূরদূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের জন্য সব ধরণের সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গঙ্গা স্নান ও মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থির কথা জানালেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, বারুনী স্নান উৎসব ও মেলা আত্রাই উপজেলার হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। এ মেলাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনন্দঘন পরিবেশে মেলাই আসা লোকজনের নিরাপত্তার জন্য সেচ্ছাসেবক, গ্রাম পুলিশ ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আশাকরছি প্রতি বছরের ন্যায় এবারও মেলাতে কোন আপত্তিকর ঘটনা ঘটবে না।
ছিনতাইকারীর কবলে পড়ে বিয়ে করা হলোনা প্রেমিক-প্রেমিকার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীর কবলে পড়ে বিয়ে করা হলো না প্রেমিক-প্রেমিকার। এ ঘটনায় ছিনতাই হওয়া স্বর্ণালংকার, টাকা ও এলসিডি মনিটরসহ ৫ ছিনকাইকারীকে আটক করেছে পুলিশ।
ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি ঈদগাহ্ সংলগ্ন রাস্তায়। ওই রাতেই উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কাশিয়াবাড়ি ও ভোঁপাড়া এলাকা থেকে ৫জন ছিনতাইকারীকে আটক কওে পুলিশ।
আটককৃত ছিনতাইকারীরা হলো, উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল গাফারের ছেলে মনিরুল ইসলাম (৩৪), একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে শাহিনুর রহমান (৪৭), ভোঁপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে হাসান আলী (৪৬), একই গ্রামের আবুল প্রামানিকের ছেলে লুৎফর রহমান (৩৪) ও আহম্মদ আলীর ছেলে রেজাউল করিম তুফান (৩০)।
জানা গেছে, উপজেলার হেঙ্গলকান্দি গ্রামের মোতাহার হোসেনের ছেলে জেমস্ রাইহান ও একই গ্রামের রুস্তম আলীর মেয়ে নুপুর আক্তার মালার সাথে প্রেমের সম্পর্ক চলছিলো। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাত ১২টার দিকে বিয়ের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে সিএনজি যোগে তারা আত্রাই রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সিএনজি উপজেলার কাশিয়াবাড়ি ঈদগাহ সংলগ্নে পৌচ্ছালে ৫জন ছিনতাইকারী এসে তাদের গতিরোধ অস্ত্রেও ভয় দেখিয়ে তাদের কাছে থাকা স্বর্ণের চেইন, টাকা, এলসিডি মনিটর ছিনতাই করে পালিয়ে যায়। পরে তারা আত্রাই স্টেশনে পৌচ্ছালে রাত্রিকালীন ডিউটিরত আত্রাই থানা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সুতসোম ও এসআই ছাইফুল তাদের সন্দেহভাজন চলাফেরা দেখে তাদের জিজ্ঞাসা করে এবং তারা বিস্তারিত ঘটনা খুলে বলেন। পরে ওই রাতেই এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সুতসোম সরকার ও এসআই ছাইফুল সিএনজি ডাইভারকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারীদের সনাক্ত করে। পরে তারা সঙ্গীয় ফোর্সসহ ওই রাতেই পৃথক পৃথক অভিযান চালিয়ে লুন্ঠিত স্বর্ণের চেইন, টাকা ও এলইডি মনিটরসহ তাদের ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে জেমস্ রাইহান বাদী হয়ে ৫ ছিনতাইকারীদের বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
ছিনতাইকারীদের আটকের সত্যত্যা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, ঘটনা শোনার পর ওই রাতেই পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং মঙ্গলবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লুন্ঠিত মালামালসহ ৫ ছিনতাইকারী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, টাকা ও এলসিডি মনিটরসহ ৫ ছিনকাইকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার ১ এপ্রিল রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কাশিয়াবাড়ি ও ভোঁপাড়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত ছিনতাইকারীরা হলো, উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল গাফারের ছেলে মনিরুল ইসলাম (৩৪), একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে শাহিনুর রহমান (৪৭), ভোঁপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে হাসান আলী (৪৬), একই গ্রামের আবুল প্রামানিকের ছেলে লুৎফর রহমান (৩৪) ও আহম্মদ আলীর ছেলে রেজাউল করিম তুফান (৩০)।
জানা গেছে, গত সোমবার রাতে ১২টার দিকে উপজেলার হেঙ্গলকান্দি গ্রামের মোতাহার হোসেনের ছেলে জেমস্ রাইহান ও একই গ্রামের রুস্তম আলীর মেয়ে নুপুর আক্তার মালা বিয়ের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে সিএনজি যোগে আত্রাই রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সিএনজি উপজেলার কাশিয়াবাড়ি ঈদগাহ সংলগ্নে পৌচ্ছালে ৫জন ছিনতাইকারী এসে তাদের গতিরোধ অস্ত্রেও ভয় দেখিয়ে করে তাদের কাছে থাকা স্বর্ণের চেইন, টাকা, এলসিডি মনিটর ছিনতাই করে পালিয়ে যায়। পরে তারা আত্রাই স্টেশনে পৌচ্ছালে রাত্রিকালীন ডিউটিরত আত্রাই থানা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সুতসোম ও এসআই ছাইফুল তাদের সন্দেহভাজন চলাফেরা দেখে তাদের জিজ্ঞাসা করে এবং তারা বিস্তারিত ঘটনা খুলে বলেন। পরে ওই রাতেই এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সুতসোম সরকার ও এসআই ছাইফুল সিএনজি ডাইভারকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারীদের সনাক্ত করে। পরে তারা সঙ্গীয় ফোর্সসহ রাতেই পৃথক পৃথক অভিযান চালিয়ে লুন্ঠিত স্বর্ণের চেইন, টাকা ও এলইডি মনিটরসহ তাদের ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে জেমস্ রাইহান বাদী হয়ে ৫ ছিনতাইকারীদের বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
ছিনতাইকারীদের আটকের সত্যত্যা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, ঘটনা শোনার পর ওই রাতেই পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং মঙ্গলবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।