বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভূয়া পরিক্ষার্থী আটক
রাউজানে ভূয়া পরিক্ষার্থী আটক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গহিরা ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে সুমিতা দে (১৮) নামের এক ভূয়া এইচ.এস.সি পরিক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ‘বাংলা দ্বিতীয়’ পরিক্ষা চলাকালীন সময়ে ভূয়া রেজিষ্ট্রেশন কার্ড ও স্মার্ট ফোনসহ তাকে আটক করা হয়। আটককৃত ভূয়া পরিক্ষার্থী রাউজান সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও লোহাগাড়া উপজেলার কলাউজান গ্রামের সিকদার পাড়া এলাকার মৃদুল কান্তি দে’র কন্যা। শিক্ষার্থী রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ার হরিপদ দাশের বাড়িতে নানার বাড়িতে থেকে রাউজান কলেজে পড়ালেখা করেন।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন রেজা বলেন, ভূয়া রেজিষ্ট্রেশন কার্ড ও স্মার্ট ফোন নিয়ে পরিক্ষা দেয়ার চেষ্টা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার শিক্ষাজীবনের কথা মাথায় রেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার মা-বাবা ও আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে তারা আসলে কলেজের অধ্যক্ষসহ আমরা বসে এ বিষয়ে কি ব্যবস্থা করা যায় তা আমরা আইনগত সিদ্ধান্ত নেব।