মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » গণতন্ত্র ও সুশাসন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
গণতন্ত্র ও সুশাসন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা প্রতিনিধি :: ৫ জানুয়ারী সকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন ২০১৪ এর ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের দুই বছরের মথায় দেশে গণতন্ত্র ও সুশাসন দুটোই মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয়েছে। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত জনগণের ভোটাধিকারও আজ গুরুতর হুমকির মুখে। ভোটাধিকার ও মত প্রকাশের অধিকার ছাড়াই নিজেদের জবরদস্তির শাসনকে গণতন্ত্র হিসাবে প্রচার করছে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত না হওয়ায় মহাজোটের দ্বিতীয় মেয়াদের বর্তমান সরকারের রাজনৈতিক ও নৈতিক কোন গ্রহণযোগ্যতা নেই। তারা বলেন, উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হচ্ছে। বিগত সিটি কর্পোরেশন ও পৌরসভার অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকারের নৈতিক বৈধতা অর্জনের যে সুযোগ ছিল নির্বাচন কমিশনকে সাথে নিয়ে তাও নষ্ট করা হয়েছে। অবাধ পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বন্ধ করে নির্বাচন কমিশন ও সমগ্র নির্বাচনী ব্যবস্থাকে অকার্যকর করা হয়েছে। এর উপর গণহতাশা তৈরী করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থায় সরকার গঠিত না হলে দেশ পরিচালনায় সেই সরকারের নৈতিক কর্তৃত্বও থাকে না। নেতৃবৃন্দ বলেন সরকার তার যৌক্তিক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদকেও সহ্য করতে পারছে না। নেতৃবৃন্দ বলেন স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো ও অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে একদিকে চক্রান্ত ষড়যন্ত্রের প্রসার ঘটে, আর অন্যদিকে চরমপন্থী জঙ্গিবাদী তৎপরতার রাস্তাই কেবল প্রশস্ত হয়। নেতৃবৃন্দ গণতান্ত্রিক ধারায় শান্তিপূর্ণ পথে সরকার পরিবর্তনের সকল রাস্তা বন্ধ না করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে তারা ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দেন।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মুখলেছুর রহমান প্রমুখ।
সভার শুরুতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মাহবুব হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপন করা হয়।