বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ধর্ম » চাটমোহরে বারুরীর গঙ্গা স্নানোৎসব
চাটমোহরে বারুরীর গঙ্গা স্নানোৎসব
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শুরু হয়ে দিন ব্যাপি চলে এ উৎসব। এ উপলক্ষ্যে হাজার হাজার পূণ্যার্থীর ভীড় জমে করকোলা গ্রামের স্নান ঘাটে।
চাটমোহর উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার উত্তর দিয়ে প্রবাহিত গঙ্গার শাখা নদী গুমানীতে প্রতি বছর এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে নদীর ঘাটে মেলা বসে।
অষ্টমনিষা গ্রামের শ্রী বিষ্ট পদশীল বলেন, আমাদের পূর্ব পূরুষদের কাছে শুনেছি গঙ্গা স্নানের মাধ্যমে পাপ ধুয়ে মুছে যায়। পাপ মোচন, পূণ্য লাভের আশায় আমরা গঙ্গা স্নান করে থাকি।
করকোলা গ্রামের ঋষি সম্প্রদায়ের প্রধান খিতিশ চন্দ্র দাস বলেন, প্রায় চারশত বছর যাবত করকোলা গ্রামে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পাবনা নাটোর সিরাজগঞ্জসহ আশ পাশের জেলার নারী পুরুষ ভক্তবৃন্দ এখানে নির্দষ্ট দিনে স্নান উৎসবে যোগ দেন। মনো বাসনা পূরণে তারা প্রার্থনা করেন।
চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার গৌরাঙ্গ মহা প্রভূর আখরার পুরোহিত শ্রী প্রশান্ত কুমার বাগচী বলেন, প্রতি বছর দোলের ১২ দিন পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথীতে করকোলা স্নান ঘাটে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়।
নিমাইচড়া ইউনিয়ন চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খোকন বলেন, প্রতিবছরই করকোলা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়। আমি আমার পূর্বপুরুষদের কাছেও শুনেছি।