বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি :: বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পপতিবার গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যলায় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ১নং ট্রাফিক মোড়ে গেলে পুলিশ মিছিলটিকে বাধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি পূর্নরায় বিএনপির কার্যালয়ে সামনে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু, আসাদুল হাবীব বকুল, মোশফেকুর রহমান রিপন, জামিউল ইসলাম, ফেরদৌস আলম লিটন, সাহাদৎ হোসেন, ইউনুস আলী খান দুখু, খন্দকার আল আমিন, আব্দুর রহমান, ফরিদুল ইসলাম, মিলন মিয়া, ইমাম হোসেন দুলাল, রাউফুল ইসলাম রুপম বাবু ও ইমাম হাসান আলাল প্রমুখ।
গাইবান্ধায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবেশে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভ্যানচালক বাদশা মিয়া ধাপেরহাট ইউনিয়নের নিচপাড়া গ্রামের মৃত. তছির উদ্দিনের ছেলে।
ঘটনার শিকার ভ্যানচালক বাদশা মিয়া জানান, ‘আমি ধাপেরহাট বন্দরে যাত্রীর উদ্দেশ্য বসে ছিলাম। এসময় অজ্ঞাত ৩জন যাত্রী এসে সাদুল্লাপুরে যাবেন বলে জানায়। তাদেরকে নিয়ে যাওয়ার পথে আজগার আলী কলেজের পুর্ব পাশের ফাঁকা সড়কে গাড়িটি আটকিয়ে ছুরিকাঘাত করে ভ্যানটি নিয়ে সটকে পড়ে যাত্রীবেশে থাকা ওই দুর্বৃত্তরা’। এ ঘটনার পর পথচারীরা বাদশা মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্ত করান।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা স্বীকার বলেন, এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ’।