শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে নিহত-৫
গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে নিহত-৫
গাইবান্ধা প্রতিনিধি :: ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মার ঘর নামক স্থানে শুক্রবার রাত ৩টায় বরকত পরিবহনের একটি বাস রাস্তার পাশে উল্টে খাদে পড়ে ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। আহতরা গোবিন্দগঞ্জ ও বগুড়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে বুড়িমারীগামি বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং ১৬ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।
নিহতরা হলো- রংপুরের মিঠাপুকুর উপজেলার উত্তর তাজপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে রিয়াজ উদ্দীন (২০), টাঙ্গাইলের কালীহাতি উপজেলার বল্লা গ্রামের মৃত ভোলা নাথ সাহার ছেলে শ্রী বিকাস চন্দ্র সাহা (৪৫), টাঙ্গাইল সদরের বেতকা গ্রামের ভূবন সরকারের ছেলে সুনিল কুমার সরকার (৪৫), লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার দোয়ানা গ্রামের সোবহান আলীর ছেলে বিদ্যুৎ মিয়া (৩২) ও একই জেলার পাটগ্রাম উপজেলার বোতার ছাতা গ্রামের মহসীন আলীর ছেলে মাহবুল ইসলাম (২২)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত: ঘুমের কারণে নৈশকোচটি নিয়ন্ত্রন হারায় এবং এর কারণেই দুর্ঘটনা ঘটতে পারে।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয় এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।