শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খেলা » ৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ শুরু
৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ-২০১৯ আজ ৬ এপ্রিল শনিবার বিকাল ৫টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. জাফর উদ্দীন, ভারপ্রাপ্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে সভাপতি মো. আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান প্রমুখ।
প্রতিযোগিতায় খেলা ৭ থেকে ১২ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় দেশের ২৭টি স্কেটিং ক্লাব ও ২০টি জেলা/অ্যাসোসিয়েশনের প্রায় ১০০০ (এক হাজার) জনের বেশি খেলোয়াড় অংশগ্রহন করছে। অতীতের সকল জাতীয় প্রতিযোগিতার চেয়ে এবারের আয়োজন হবে অনেক বেশি বর্ণাঢ্য এবং আকর্ষনীয়।
৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয় ভারতের গোয়ায় সদ্য সমাপ্ত ৩য় এশিয়ান রোলবল চ্যাম্পিয়নশীপে রানার্স আপ বাংলাদেশ পুরুষ ও নারী রোলবল দলকে।