রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহর পৌরসভা খানাখন্দে ভরা চলাচলে সীমাহীন দুর্ভোগ
চাটমোহর পৌরসভা খানাখন্দে ভরা চলাচলে সীমাহীন দুর্ভোগ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর পৌরসভার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি। এ কারণে রাস্তাগুলোর অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ১ম শ্রেণীর পৌরসভা চাটমোহর। এ রাস্তাগুলো দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে হয় মানুষের। পৌরসভার রাস্তাগুলোর অবস্থা দেখে বলার উপায় নেই যে এটা পৌরসভার রাস্তা। এমনকি পথযাত্রীরা বলাবলিও করে যে, এই একটা কি পৌরসভার রাস্তা, না অন্য কিছু।
বর্তমানে খানা-খন্দকে ভরা মরণফাঁদে পরিণত হয়েছে চলাচলকারী সাধারণ মানুষদের জন্য। চলাচলের জন্য পৌরসভার রাস্তাগুলো দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। ছোট্র পরিসরের রাস্তার অধিকাংশ স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। শুকনো মৌসুমে কোন মত চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। বর্ষা মৌসুমে এই সব গর্তে হাটু পানি জমে থাকে। যার কারণে দিনে কিংবা রাতে চলাচলের সময় গর্তে পড়ে উল্টে পড়তে হয় মানুষদের। দীর্ঘদিন যাবত এই সব বড় বড় গর্তসহ রাস্তার কোন সংস্কারের কাজ না করায় আজ রাস্তা নামের দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে পৌরবাসীর অভিযোগ।
পৌরসভার স্থানীয় আব্দুল হামিদ, আব্দুর রহিম, মোঃ সাইদুলসহ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললে তাঁরা বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাগুলোর অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। আমরা পৌরসবাসীরা চরম অবহেলিত অবস্থায় বসবাস করছি।
সরোজমিনে ঘুরে দেখা গেছে নতুন বাজার খেয়াঘাট মোড়, হাড়ান মোড়, ছোটশালিখা, বালুচর, কাজি পাড়া, আফ্রাত পাড়া, বাসস্ট্রান্ড, থানার সামনে, হাসপাতালের সামনে এবং দোলংসহ বিভিন্ন রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় (৩নং ওয়ার্ডের) ভ্যানগাড়ী চালক নজরুল ইসলাম, সোলেমান (২নং ওয়ার্ডের) , সোবাহানসহ(২নং ওয়ার্ডের) অনেকেই অভিযোগ করে বলেন, আমরা খেটে খাওয়া দিনমজুর মানুষ তাই কারো নজর আমাদের উপড় পড়ে না। এইটুকু পৌরসভার রাস্তায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ভ্যানগাড়ী চালাতে হয়। অনেকবার ভ্যান উল্টে যাত্রীসহ অনেকেই হাত-পা ভেঙ্গে গেছে। বিশেষ করে চরম বিপদে পড়তে হয় বর্ষা মৌসুমে। তাই আমরা চাই আগামী বর্ষা মৌসুম আসার আগেই পৌরসভার রাস্তাগুলো সংস্কারের।
চাটমোহর পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, চলতি অর্থবছরে সড়কগুলোর সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্প অনুমোদন হলে ঠিকাদার বাছাই করে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।
চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে শনিবার দুুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। একই উপজেলার বাঙ্গালা গ্রামের মজিবর রহমানের ছেলে ফরহাদ হোসেন (২৩) নামের এক বখাটের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
অভিযুক্তকারী রামপুর গ্রামের নানা জয়নাল আবেদীনের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করে।
পরিবার সূত্রে জানান, ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর বাবা-মা চাকুরীর সুবাদে এলাকার বাইরে থাকেন। যে কারণে মেয়েটি রামপুর গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়ালেখা করে। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বখাটে ফরহাদ ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।
এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ফরহাদ পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই ছাত্রীর স্বজনরা ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনকে জানালে তিনি থানা পুলিশকে ঘটনাটি জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর থানা পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ফরহাদ এলাকা ছেড়ে পালিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ফরহাদকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।