মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে যুদ্ধাপরাধ মামলার আসামিসহ দুই বন্দীর মৃত্যু
গাজীপুরে যুদ্ধাপরাধ মামলার আসামিসহ দুই বন্দীর মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ৪ জানুয়ারি সোমবার রাতে দুই বন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷
তাদের মধ্যে যুদ্ধাপরাধ মামলার আসামি কক্সবাজার জেলার মহেশখালি থানার মো. জিন্নাত আলী ওরফে জিন্নাত (৬৫) রয়েছেন৷ অপরজন হলেন চট্টগ্রামের বাঁশখালী থানার স্ত্রী খুনের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুর (৪৫)৷
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, ৪ জানুয়ারি সোমবার মধ্যরাতে বুকে ব্যথা হলে জিন্নাত আলীকে প্রথমে কারা হাসাপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে কর্তব্যরত চিকিত্সক রাত পৌণে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন৷ তিনি পাঁচ মাস ধরে এ কারাগারে রয়েছেন৷ জিন্নাত বিচারাধীন যুদ্ধাপরাধ মামলার আসামি৷
অপরদিকে, গফুরের ৪ জানুয়ারি সোমবার বিকেলে বুকে ব্যথা অনুভূত হয়৷ প্রথমে তাকে কারা হাসপাতালে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ তিনি স্ত্রী খুনের মামলায় গ্রেফতারের পর ২০১২ সাল থেকে এ কারাগারে বন্দী ছিলেন৷ মামলার রায়ে তাকে মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. মো. আবদুস সালাম সরকার বলেন, তাদের দু’জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়৷
২০১৪ সালের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর ওই দিনই জিন্নাতকে আটক করা হয়৷ এর পর গত পাঁচ মাস তিনি কাশিমপুর কারাগারে ছিলেন৷
জিন্নাতসহ কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যা ২০১৬ সালের ১৯ জানুয়ারি মঙ্গলবার আদালতে দাখিলের কথা রয়েছে৷