রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মাত্র ৭শত টাকার জন্য দেহ থেকে মাথা আলাদা করে খুন : গ্রেফতার-১
মাত্র ৭শত টাকার জন্য দেহ থেকে মাথা আলাদা করে খুন : গ্রেফতার-১
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের মুক্তাগাছায় শাহজাহান সাজু (২১) নামের এক ভ্যানচালককে মাত্র সাত শত টাকার জন্য দা দিয়ে জবাই করে
দেহ থেকে মাথা আলাদা করে ব্যাগে লুকিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ডোবায় কচুরিপানার নিচে ‘কাটা মাথা’ রেখে আসার পর ঘাতক বাবুল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত বাবুল মিয়া মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজী গ্রমের হাতেম আলীর ছেলে।
আজ রবিবার ৭ এপ্রিল দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। এর আগে গতকাল শনিবার ৬ এপ্রিল দুপুরে সন্দেহভাজন হিসেবে বাবুলকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে মুক্তাগাছা উপজেলার বানিয়া কাজী গ্রামের একটি ডোবা থেকে নিহত সাজুর মাথা উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে শাহজাহান সাজু (২১)র’ কাছে সাত শত টাকা পেতো একই উপজেলার বানিয়াকাজী গ্রমের হাতেম আলীর ছেলে ঘাতক বাবুল মিয়া। গত ৩০ মার্চ পাওনা টাকা নিয়ে সাজুর সাথে তর্কবিতর্ককালে বাবুল মিয়া ঘুষি মারে সাজুকে। এতে সাজু অজ্ঞান হয়ে মাটিঁতে পরে যায়। এসময় অজ্ঞান অবস্থায় সাজুকে একটি মৎস ফিসারীর কাছে নিয়ে রাখে। পরে বাড়ি থেকে বটি-দা এনে সাজুর দেহ থেকে মাথা কেটে আলাদা করে ব্যাগে লুকিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ডোবায় কচুরিপানার নিচে ‘কাটা মাথা’ রেখে আসে।
তিনি আরও জানান, পরদিন ৩১ মার্চ সকাল ৮ টার দিকে বানিয়া কাজী গ্রামের তাইজুলের ফিসারীর পাড় থেকে মাথা বিহীন একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত সাজুর স্বজনরা খবর পেয়ে মুক্তাগাছা থানায় গিয়ে সাজুর মরদেহ সনাক্ত করেন। একইদিন বিকেলে নিহত সাজু’র ভাই মো. ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান ও এলআইসি শাখার এস.আই জুয়েলকে। নিহত সাজু মোবাইল ফোন ব্যবহার করতেন না। ফলে আসামি সনাক্ত ও গ্রেফতারে জটিলতা দেখা দেয়। পরে ডিবি’র ওসি মো. শাহ কামান আকন্দ, এস আই মনিরুজ্জামান ও এস.আই জুয়েল ছদ্মবেশ ধারণ করে মুক্তাগাছার উপজলার গড়বাজাইল এলাকা থেকে বাবুল মিয়াকে তিন দিন চেষ্টার পর শনিবার ৬ এপ্রিল গ্রেফতার করতে সক্ষম হন।