সোমবার ● ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » অবৈধভাবে বালু উত্তোলন ঝুঁকিতে যমুনার তীর রক্ষা প্রকল্প
অবৈধভাবে বালু উত্তোলন ঝুঁকিতে যমুনার তীর রক্ষা প্রকল্প
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন বসিয়ে নদীর তীর রক্ষা প্রকল্প এলাকাসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংলগ্ন বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করে একটি চক্র অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে যমুনা তীর সংরক্ষণ প্রকল্প এবং নদীর তীরবর্তী জনবসতি এবং ফসলী এলাকা ভাঙনে হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।
জানা গেছে, অবৈধ বালু উত্তোলনকারিরা প্রশাসনের অবহেলা, নির্লিপ্ততার সুযোগ নিয়ে যমুনা নদী থেকে গোবিন্দী, হলদিয়া, হাসিলকান্দি, নলছিয়া, গোবিন্দপুর, দক্ষিণ উল্যা (বড়মতাইড়) ঘাটসহ বিভিন্ন স্থানে এভাবে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে যাচ্ছে। এলাকার প্রভাবশালী এই অবৈধ বালু ব্যবসায়ি চক্রটি যমুনা নদীর বিভিন্ন স্থানে রাবার ড্রামের উপর ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
নদী রক্ষা প্রকল্প এলাকা থেকে বালু উত্তোলনের বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সাঘাটা থানায় এব্যাপারে জিডি করা হয়েছে। কিন্তু বালু উত্তোলন বন্ধ করা যায়নি।
উপজেলা নিবার্হী অফিসার উজ্জল কুমার ঘোষ নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে এলাকাবাসির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও তিনি কোন ব্যবস্থা নেয়ার ব্যাপারে সদুত্তর দিতে পারেননি।
গাইবান্ধায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারসেল উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টারসেল উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার কামারদহ ইউনিয়নের চাপরীগঞ্জ ব্যাপারী পাড়া গ্রামের মাছুদুর রহমানের ছেলে আলামিন মিয়া তার পুকুর খননের সময় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টারসেল পায়। এ মর্টারসেলটি পুকুর মালিক আলামিন ঘরে রেখে দিলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, মুক্তিযুদ্ধের সময় একটি দল আরেকটি দলকে ধ্বংস ও ট্যাংক, যুদ্ধ বিমান ধ্বংস করতে এ ধরনের মর্টারসেল ব্যবহার হতো।
পরে এ বিষয়টি রোববার রাতে ওই এলাকা থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের নির্দেশে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স মর্টার সেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি হয়েছে।