মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল
ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর আগামী ৫ মে প্রথম নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মেয়র পদে ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ৭১ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ৮ এপ্রিল সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান।
মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা সরকার ও জাপা নেতা স্বপন মন্ডল এবং বিশ্বজিৎ ভাদুরি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মসিক নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৮ এপ্রিল, ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ মে।
উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন ও ভোট কেন্দ্র ১২৭টি। এ নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।