মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উদযাপিত হচ্ছে পাহাড়িদের প্রাণের উৎসব বিজু
উদযাপিত হচ্ছে পাহাড়িদের প্রাণের উৎসব বিজু
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু,বিহু ও সাংক্রান উপলক্ষে পাহাড়ে এখন বইছে বিভিন্ন জাতি গোষ্ঠীর উৎসবের আনন্দধারা। আনন্দ উচ্ছ্বাসে মুখরিত পাহাড়িদের জনজীবন। মনের মাঝে নামছে উৎসবের বন্যা। উদযাপিত হচ্ছে বর্ণিল নানান কর্মসূচি।
পাহাড়িদের প্রাণের উৎসব বিঝু,সাংগ্রাই, বিষু,বিহু বৈসুকে ঘিরে মুখর রাঙামাটিসহ বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী খেলা-ধুলায় রঙিন পাহাড়ি জনপদ। ১২-১৪ এপ্রিল ঘরে ঘরে উদযাপিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর প্রধান সামাজিক উৎসব বিজু।
আজ মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
বিঝু-সাংগ্রাইন-বৈসুক-বিষু-বিহু-সংক্রান ২০১৯ উদযাপন কমিটি সার্বজনিনভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী কল বুধবার বিকালে রাঙামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার ভোরে রাজবন বিহার ঘাটে আনুষ্ঠানিকভাবে ফুল ভাসানো হবে।
ঐতিহ্যবাহী পাহাড়িদের নিজস্ব সংস্কৃতির নৃত্যসঙ্গীত পরিবেশন করেন পাহাড়ি শিল্পীরা।
এছাড়া রাঙামাটি বন্দুকভাঙ্গা মগপাড়া ও কুমড়াপাড়া এলকায় বিভিন্ন আদিবাসী সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা বন্দুকভাঙ্গা মগপাড়া মাঠ প্রাঙ্গনে এম. কে. যুব শৃঙ্খলা উন্নয়ন সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ঐতিহ্যবাহী প্রধান উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু,বিহু ও সাংক্রান উপলক্ষে বিভিন্ন ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা আয়োজন করা হয়েছে।
এই এলাকাটি রাঙামাটিতে হলেও নেই কোন ভালো রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত খারাপ। এখনো এ এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। বলতে গেলে বাতির নীচে অন্ধকার।
তাদের সংগঠনের পক্ষ থেকে নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে প্রতি বছর বিজু, সাংগ্রাই, বৈসু এবং বিহু’র উৎসব কেন্দ্র করে নাদেং খেলা, ঘিলা খেলা, পত্তি খেলা, হা-ডু-ডু খেলা, বলি খেলা,তীর ধনুক খেলা, বোতল নিত্য, বাঁশনিত্যসহ ইত্যাদি খেলাধুলা আয়োজন করে থাকে।
আদিবাসীদের নিজস্ব কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গেংখুলী গানের আসর।
অনুষ্ঠান সঞ্চলনায় করেন, এম.কে. যুব শৃঙ্খলা উন্নয়ন সমিতির রেবত চাকমা।
এম.কে . যুব শৃঙ্খলা উন্নয়ন সমিতির সভাপতি সিন্দুমনি চাকমার সভাপতিত্বে উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দুকভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বরুন কান্তি চাকমা।