মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কক্সবাজারে ইয়াবা সম্রাজ্ঞীসহ সিন্ডিকেটের ৫ জনকে আটক
কক্সবাজারে ইয়াবা সম্রাজ্ঞীসহ সিন্ডিকেটের ৫ জনকে আটক
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারে ইয়াবা সম্রাজ্ঞীসহ পাচার সিন্ডিকেটের ৫ জনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ৪ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার ঈদগাঁও জাগির পাড়া এলাকার মৃত নুরুল আলমের মেয়ে সিন্ডিকেট প্রধান সোনিয়া আক্তার (২০), উখিয়া চেপট খালী এলাকার আজিম উদ্দিনের মেয়ে নুর হাফসা প্রকাশ আফরিন (২৫), টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আমির হোসাইনের পুত্র নুর হোসেন (৩৮), শহরের টেকপাড়া এলাকার মোঃ ছৈয়দের পুত্র আব্দুল হামিদ (৩৫) ও ঈদগাঁও পশ্চিম ভাদীতলা এলাকার আব্দুল করিমের পুত্র মোঃ খোরশেদ আলম (২৭)।
সোমবার রাত ৯ টায় র্যাব-৭ সিপিসি-২ কক্সবাজার এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এসএম সাউদ হোসেন বিএন এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলীর সুগন্ধা পয়েন্টে ইয়াবা বিক্রির খবর পেয়ে র্যাবের একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে ইয়াবা গুলো লেনদেনের সময় সুগন্ধা পয়েন্টের দারুচিনি রেস্তোরার সামনে থেকে ইয়াবাসহ গড ফাদারসহ সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করা হয়। আটকদের মধ্যে সোনিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। সে তার এলাকায় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে এমনটি স্বীকার করেছে। তার নেতৃত্বেই মূলত সিন্ডিকেট হয়ে রমরমা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক (ইয়াবা) নিজ হেফাজতে রাখা এবং সহযোগীতা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। একই সাথে আসামী এবং জব্দকৃত আলামত গুলো থানায় হস্তান্তর করা হয়েছে।